ফাইনালে মাঠে ঢুকেছিল পুসি রায়ট
খেলার মাঠে দর্শক ঢুকে পড়া নতুন কোনো ঘটনা নয়। এমন ঘটনাকে স্বাভাবিকভাবেই নেয় খেলোয়াড়সহ নিরাপত্তাকর্মীরা। গতকাল মস্কোর লুঝনিকি স্টেডিয়ামের ফাইনালের মঞ্চে ফ্রান্স বনাম ক্রোয়েশিয়ার মঞ্চেও দেখা গেল তেমন চিত্র। ম্যাচের দ্বিতীয়ার্ধে একসাথে চারজন দর্শনার্থী মাঠে প্রবেশ করেন এবং খেলায় কিছু সময়ের জন্য ভন্ডুল করেন। অবশ্য, রাশিয়ার প্রতিবাদী দল পুসি রায়ট এই ঘটনার দায় স্বীকার করে নিয়েছে।
গতকাল ফাইনালের মঞ্চে দ্বিতীয়ার্ধের ৫২ মিনিটে চারজন দর্শনার্থী ফ্রান্সের সীমানার বাঁ পাশ দিয়ে মাঠে প্রবেশ করলে খেলা কিছু সময়ের জন্য বন্ধ থাকে।কড়া নিরাপত্তারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে তাঁরা কিভাবে মাঠে প্রবেশ করল কেউই বুঝতে পারেনি। প্রথমে ধারণা করা হয়েছিল তাঁরা সবাই মাতাল।
কিন্তু ম্যাচের পর এক টুইটার বার্তায় পুশি রায়ট নামের সংগঠন থেকে জানানো হয়, খেলায় বাধা দিয়ে এভাবে থামিয়ে রাখাটাও ছিল তাঁদের এক ধরনের প্রতিবাদ।
ম্যাচের ৫২ মিনিটে চারজন মানুষ হঠাৎ মাঠে প্রবেশ করে এবং তাঁদের গায়ে ছিল পুলিশের পুরাতন মডেলের পোষাক। তাঁরা মধ্য মাঠে ফ্রান্সের একজন খেলোয়াড়ের সাথে হাতও মিলায়।
টুইটার বার্তায় সংগঠনটির দাবি রাশিয়ায় কোনো রাজনৌতিক স্থিরতা নেই। তারা চায় রাজনৈতিকভাবে যেসব লোক কারাগারে বন্দী তাদেরকে যেন মুক্ত করা হয়। তাদের প্রতিবাদ অবৈধভাবে মানুষকে হয়রানিমূলক বন্দী ও রাশিয়ায় রাজনৈতিক প্রতিযোগিতা না হওয়ার বিরুদ্ধে। এই সংগঠনটির এমন কার্যক্রম রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে বিপদের মুখে ফেলে দিতে পারে বলেই মন্তব্য অনেকের।