স্কয়ার ড্রাইভ
বাংলাদেশের ‘বোনাস’ পয়েন্ট
অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে না পারা বাংলাদেশের জন্য আক্ষেপের। তবে ম্যাচটা না হওয়ায় একটা সুবিধাও হয়েছে। বাংলাদেশ একটা পয়েন্ট পেয়েছে। এটাকে আমি বাংলাদেশের জন্য বোনাসই বলব। হারলে তো এই পয়েন্টও তারা পেত না। খেলা বৃষ্টিতে ভেসে গেলেও আমি বলব এটা বাংলাদেশের ‘উইনিং’ পয়েন্ট।
তবে ম্যাচটা হলে বাংলাদেশের ব্যাটসম্যানদের অস্ট্রেলিয়ার পেস-আক্রমণ খেলার কতটা সামর্থ্য আছে, তা বোঝা যেত। ওদের দ্রুতগতির বোলারদের মুখোমুখি হওয়ার সুযোগ পেলে আত্মবিশ্বাস বাড়িয়ে নিতে পারত সাকিব-মুশফিকরা। তেমনি অস্ট্রেলিয়ার আক্রমণাত্মক ব্যাটসম্যানদের বল করতে পারলে মাশরাফিদের জন্য ভালোই হতো।
অস্ট্রেলিয়ার মাটিতে এর আগে বাংলাদেশ দল খুব একটা খেলার সুযোগ পায়নি। তাই ফল যাই হোক না কেন, খেলতে পারলে বাংলাদেশেরই বেশি লাভ হতো। আর জিততে পারলে তো কোনো কথাই ছিল না!
শুনলাম খেলা পরিত্যক্ত হওয়ায় মাশরাফি হতাশ। হতাশ হওয়াই স্বাভাবিক। সে মনে-প্রাণে চাইছিল যেন খেলা হয়। কিন্তু প্রকৃতির ওপর তো কারো হাত নেই।
এই হতাশা ঝেড়ে ফেলে পরের ম্যাচের জন্য মাশরাফিদের ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। মেলবোর্নে পরের ম্যাচে শ্রীলঙ্কাকে হারাতে পারলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালের পথ অনেক প্রশস্ত হয়ে যাবে। ‘এ’ গ্রুপে তিন পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন বেশ সুবিধাজনক অবস্থায় আছে।
শ্রীলঙ্কাকে হারানোও অসম্ভব নয়। দল হিসেবে শ্রীলঙ্কা এগিয়ে থাকলেও তাদের হারানোর সামর্থ্য আছে মাশরাফিদের।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।