দিল্লিতে আবার বাজিমাতের অপেক্ষায় সিদ্দিকুর
সিদ্দিকুর রহমানের সামনে এখন এশিয়ান ট্যুরের তৃতীয় শিরোপার হাতছানি। শনিবার হিরো ইন্ডিয়ান ওপেনের তৃতীয় রাউন্ড শেষে দ্বিতীয় স্থান ধরে রেখেছেন বাংলাদেশের সেরা গলফার। সামনে আছেন শুধু ভারতের শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া। রোববার প্রতিযোগিতার চতুর্থ ও শেষ রাউন্ড।
দিল্লি গলফ ক্লাব মাঠে চৌরাসিয়ার সঙ্গে দারুণ লড়াই হচ্ছে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন সিদ্দিকুরের। তিন রাউন্ড মিলে পারের চেয়ে ১০ শট কম খেলেছেন তিনি। শীর্ষে থাকা চৌরাসিয়া ১২ শট কম খেলেছেন।
এশিয়ান ট্যুরে সিদ্দিকুরের দ্বিতীয় শিরোপা এসেছিল হিরো ইন্ডিয়ান ওপেন থেকেই, ২০১৩ সালের নভেম্বরে। বাংলাদেশের প্রথম পেশাদার গলফার প্রথম শিরোপা জিতেছিলেন ব্রুনেই ওপেনে, ২০১০ সালের আগস্টে।