ভারতের বিশাল জয়
শিখর ধাওয়ানের দারুণ শতকের পর বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৩০ রানে হারিয়েছে ভারত। প্রথম ম্যাচে পাকিস্তানকে হারানোর পর দক্ষিণ আফ্রিকানদের বিপক্ষে এই জয় কোয়ার্টার ফাইনালের পথে অনেকখানি এগিয়ে দিল গতবারের চ্যাম্পিয়নদের। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ লড়াইয়ে এটাই ভারতের প্রথম জয়। অন্যদিকে ওয়ানডের সেরা টুর্নামেন্টে রানের হিসাবে প্রোটিয়াদের সবচেয়ে বড় হার।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ব্যাট করতে নামা ভারতকে ৩০৭ রানের বড় সংগ্রহ এনে দিতে সবচেয়ে বড় অবদান ধাওয়ানের। ওয়ানডেতে ক্যারিয়ার সেরা ইনিংস খেলার পথে ১৩৭ রান করেছেন এই বাঁ-হাতি ওপেনার। ১৪৬ বলের চমৎকার ইনিংসটি ১৬টি চার ও দুটি ছক্কায় সাজানো।
ম্যাচসেরা ধাওয়ানকে ভালো সঙ্গ দিয়েছেন বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানে। ম্যাচের তৃতীয় ওভারে রোহিত শর্মা রান আউট হওযার পর দ্বিতীয় উইকেটে কোহলি-ধাওয়ান গড়েন ১২৭ রানের জুটি।
পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা কোহলি (৪৬) ২৮তম ওভারে বিদায় নিলেও প্রোটিয়াদের স্বস্তিতে থাকতে দেননি ধাওয়ান ও রাহানে। তৃতীয় উইকেটে রাহানেকে নিয়ে মাত্র ৯৯ বলে ১২৫ রানের আরেক দারুণ জুটি গড়েন ধাওয়ান। রাহানের ব্যাট থেকে আসে সাতটি চার ও তিনটি ছক্কায় ৬০ বলে ৭৯ রানের আক্রমণাত্মক ইনিংস।
৩০৮ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ৪০ রানে দুই ওপেনার কুইনটন ডি কক (৭) ও হাশিম আমলাকে (২২) হারিয়ে ফেলে তারা। এরপর ফাফ ডু প্লেসি ও অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স দলকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। কিন্তু ২৩তম ওভারে ডি ভিলিয়ার্সের রানআউটে ৬৮ রানের তৃতীয় উইকেট জুটি ভেঙে যাওয়ার পর তাসের ঘরের মতো ধসে পড়ে প্রোটিয়ারা। জিম্বাবুয়ের বিপক্ষে আগের ম্যাচের দুই সেঞ্চুরিয়ান ডেভিড মিলার (২২) ও জেপি ডুমিনি (৬) রোববার বেশি দূর যেতে পারেননি।
৪১ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন ভারতের সেরা বোলার। দুটি করে উইকেট পেয়েছেন দুই পেসার মোহিত শর্মা ও মোহাম্মদ সামি।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ৩০৭/৭ (রোহিত ০, ধাওয়ান ১৩৭, কোহলি ৪৬, রাহানে ৭৯, রায়না ৬, ধোনি ১৮, জাদেজা ২, অশ্বিন ৫*, সামি ৪*; মরকেল ২/৫৯, তাহির ১/৪৮, স্টেইন ১/৫৫, পার্নেল ১/৮৫)
দক্ষিণ আফ্রিকা : ৪০.২ ওভারে ১৭৭ (আমলা ২২, ডি কক ৭, ডু প্লেসি ৫৫, ডি ভিলিয়ার্স ৩০, মিলার ২২, ডুমিনি ৬, পার্নেল ১৭*, ফিল্যান্ডার ০, স্টেইন ১, মরকেল ২, তাহির ৮; অশ্বিন ৩/৪১, সামি ২/৩০, মোহিত ২/৩১, জাদেজা ১/৩৭)।
ফল : ভারত ১৩০ রানে জয়ী
ম্যাচ সেরা : শিখর ধাওয়ান।