শৃঙ্খলা ভঙ্গ করে আল-আমিনের বিশ্বকাপ শেষ
আফগানিস্তানকে হারিয়ে ‘মধুর প্রতিশোধ’ নিয়ে বিশ্বকাপ-অভিযানের সূচনা। এর পর অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও একটি মূল্যবান পয়েন্টপ্রাপ্তি। বাংলাদেশ দল যেন আনন্দের হাওয়ায় ভাসছিল। হঠাৎ বিনা মেঘে বজ্রপাত! শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ উঠেছে আল-আমিন হোসেনের বিরুদ্ধে। এই ডানহাতি পেসারকে আর রাখতে রাজি নয় বাংলাদেশ দল। তাই বিশ্বকাপে একটি ম্যাচও না খেলে দেশে ফিরতে হচ্ছে আল-আমিনকে।
আল-আমিনের বিরুদ্ধে অভিযোগ, ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে ডিনার করে রাত ১০টার পর হোটেলে ফিরেছিলেন তিনি। অথচ বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট ব্যাপারটা জানতেই পারেনি! আইসিসির দুর্নীতিবিরোধী ও নিরাপত্তাবিষয়ক ইউনিট (আকসু) তথ্যটা জানিয়েছে দলকে।
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন ক্রিকইনফোকে বলেছেন, ‘সাধারণত রাত ১০টার পর হোটেলের বাইরে থাকতে হলে সেই খেলোয়াড়কে টিম ম্যানেজমেন্টের অনুমতি নিতে হয়। অথচ আল-আমিন যে রাত ১০টার পরও হোটেলের বাইরে ছিল, আমরা তা জানতেই পারিনি। আমরা পরে আকসুর কাছ থেকে তার নিয়ম ভাঙার কথা জানতে পেরেছি। তাকে যত দ্রুত সম্ভব দেশে ফেরত পাঠানো হবে।’
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত আল-আমিন ছয় টেস্টে ৬ উইকেট ও ১১ ওয়ানডেতে ১৭ উইকেট নিয়েছেন। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত নভেম্বরে, জিম্বাবুয়ের বিপক্ষে। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে তাঁকে একাদশে রাখা হয়নি।