অঘটনের শিকার বার্সেলোনা
রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে শীর্ষে ওঠার সুযোগ ছিল বার্সেলোনার সামনে। কিন্তু ঘরের মাঠে মালাগার কাছে ১-০ গোলে হেরে যাওয়ায় লা লিগার শীর্ষাসনে বসার সুযোগ নষ্ট করেছেন মেসি-নেইমাররা।
তবে আতলেতিকো মাদ্রিদ কোনো ভুল করেনি। আলমেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে রিয়াল-বার্সার সঙ্গে ব্যবধান কমিয়েছে স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়নরা।
২৪ ম্যাচ খেলে ৫৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সা। তৃতীয় স্থানে থাকা আতলেতিকোর সংগ্রহ ৫৩ পয়েন্ট। দুই দলের চেয়ে এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে রিয়াল।
সর্বশেষ আট ম্যাচে ১২ গোল করা লিওনেল মেসির দিকে যথারীতি তাকিয়েছিল বার্সা-ভক্তরা। কিন্তু ন্যু ক্যাম্পে মালাগার বিপক্ষে খুঁজেই পাওয়া যায়নি চারবারের ফিফা বর্ষসেরাকে। বার্সার আক্রমণভাগের অন্য দুই তারকা নেইমার-সুয়ারেজও জ্বলে উঠতে পারেননি।
মালাগার একমাত্র গোলটিতে সবচেয়ে বেশি দায় দানি আলভেসের। খেলার সপ্তম মিনিটে প্রতিপক্ষের একটি আক্রমণ আয়েশি ভঙ্গিতে নষ্ট করতে গিয়ে উল্টো মালাগার স্ট্রাইকার হুয়ানমির পায়ে বল দেন এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার। গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে কাটিয়ে ফাঁকা জালে বল ঠেলতে সমস্যা হয়নি হুয়ানমির।
শুরুতে গোল খেলেও মেসি-নেইমার-সুয়ারেজদের ব্যর্থতায় সমতায় ফিরতে পারেনি বার্সা।
আলমেরিয়ার বিপক্ষে স্বাগতিক আতলেতিকোর জয়ের নায়ক আন্তইন গ্রিজম্যান। ২০ ও ২৯ মিনিটে দুই গোল করেছেন এই ফরাসি স্ট্রাইকার। ১৩ মিনিটে পেনাল্টি থেকে লা লিগা চ্যাম্পিয়নদের এগিয়ে দেন ক্রোয়েশিয়ান ফরোয়ার্ড মারিও মানজুকিচ।