শেখ রাসেল গ্রুপ চ্যাম্পিয়ন
দুদলেই কোয়ার্টার ফাইনালে খেলা আগেই নিশ্চিত করেছে। তাই শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচটি ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। রোববার ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে দুই দলের লড়াইটি ছিল গোলশূন্য অমীমাংসিত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি ড্র হওয়ায় দুই দলেরই সংগ্রহ দাঁড়ায় সমান চার পয়েন্ট করে। তবে শেখ রাসেল গোল ব্যবধানে এগিয়ে থাকায় ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই শেষ আটে ওঠে।
শেখ রাসেল তাদের প্রথম ম্যাচে ৫-০ গোলে উত্তর বারিধারা ক্লাবকে হারায়। একই দলকে মুক্তিযোদ্ধা হারিয়েছে ৪-০ গোলে।
তাই বারিধারা ক্লাব দুই ম্যাচে নয় গোল খেয়ে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয়।