তারপরও গর্বিত মাশরাফি
রোমাঞ্চকর একটি ম্যাচে ভারতের কাছে শেষ বলে হেরেছে বাংলাদেশ। তৃতীয়বার এশিয়া কাপের ফাইনালে উঠেও হতাশ হয়ে ফিরতে হয়েছে তাদের। তবে প্রতিবারই নিজেদের যোগ্যতার প্রমাণ দিয়েছে লাল-সবুজের দল। তাই এবারও দলের পারফরম্যান্সে গর্বিত বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
খেলোয়াড়দের পারফরমেন্সে সন্তোষ প্রকাশ করে মাশরাফি বলেন, ‘সবাই যেভাবে খেলেছে, তাতে আমি গর্বিত। তবে আমাদের অনেক কিছু শেখার আছে। এই ধরনের টুর্নামেন্টে এখনো আমরা লড়াই করে যাচ্ছি। সম্পূর্ণ টুর্নামেন্টেজুড়েই ব্যাটিং ভালো হয়নি। আজ ভালো শুরুর পর আরো বড় স্কোর করা উচিত ছিল। বোলাররা প্রায় সব ম্যাচেই ভালো করেছে। আজও চেষ্টা করেছে। এখান থেকেই সামনে এগিয়ে যেতে হবে আমাদের।’
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ও ড্যাশিং ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারতের ঘাম ছুটিয়েছে বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি তার কৃতিত্ব দিচ্ছেন পুরো দলকেই। মাশরাফি বলেন, ‘দলে সাকিব, তামিম না থাকায় ধাক্কা এসেছে বেশি। তবে তাঁদের ছাড়াও দল অসাধারণ খেলেছে। আরেকটু ভালো খেললেই ফলাফল অন্যরকম হতে পারত। আমরা হৃদয় দিয়ে খেলে শেষ পর্যন্ত লড়েছি। আমরা এটাই চেয়েছি।’
আসলে ভুল কোথায় ছিল? কেন এমন ফাইনালে জয়ের কাছে গিয়েও হেরেছে বাংলাদেশ? উত্তর দিলেন মাশরাফিই। জানালেন, ‘ব্যাটিং কিংবা বোলিং দুই বিভাগেই ভুল হয়েছে। বেশিরভাগ ম্যাচেই ২৪০ করে জিতেছি আমরা। ব্যাটসম্যানদের কাছে এটাই চাইছিলাম আমি। তবে শেষ পর্যন্ত বোলাররা অসাধারণ করেছে।’