রোনালদোর চোখজুড়ানো গোলে রিয়ালের জয়
আগের দিন মালাগার কাছে বার্সেলোনা হেরে গেলেও রিয়াল মাদ্রিদ কোনো ভুল করেনি। এলচেকে ২-০ গোলে হারিয়ে লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বীর সঙ্গে ব্যবধান বাড়িয়ে নিয়েছে রিয়াল। দুই গোলের একটি ফিফা বর্ষসেরা ক্রিস্টিয়ানো রোনালদোর অসাধারণ হেড থেকে। অন্য গোলটি করিম বেনজেমার।
এই জয়ে শীর্ষস্থান আরো মজবুত হলো স্প্যানিশ লিগে রেকর্ড ৩২ বারের চ্যাম্পিয়নদের। রিয়ালের সংগ্রহ ৬০ পয়েন্ট। দ্বিতীয় স্থানে থাকা বার্সার পয়েন্ট ৫৬। ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বর্তমান চ্যাম্পিয়ন আতলেতিকো মাদ্রিদ। তিনটি দলই ২৪টি করে ম্যাচ খেলেছে।
রোববার রাতে প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি রিয়াল। ৫৬ মিনিটে ফরাসি স্ট্রাইকার বেনজেমার গোলটি এসেছে এলচে রক্ষণভাগের ভুলে। রিয়ালের একটি আক্রমণ গোল লাইনের ঠিক সামনে থেকে বিপদমুক্ত করতে গিয়ে ভুলটা করেছেন এলচের এক ডিফেন্ডার। বল গোলরক্ষকের গায়ে ধাক্কা খেয়ে, বেনজেমার পায়ে লেগে জড়িয়ে যায় জালে।
তারপর ৬৯ মিনিটে রোনালদোর সেই চোখজুড়ানো গোল। এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক থেকে ক্রস করেছিলেন ইসকো। কেউ কিছু বুঝে ওঠার আগেই দুর্দান্ত হেডে বল জালে পাঠিয়ে দেন রিয়ালের পর্তুগিজ তারকা।
এই গোল কার্লোস সান্তিলানার পাশে বসিয়েছে রোনালদোকে। ১৯৭১ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত রিয়ালের হয়ে ২৯০ গোল করেছিলেন সান্তিলানা। রোববারের গোলটি রোনালদোরও ২৯০তম। সামনে আছেন শুধু আলফ্রেড ডি স্টেফানো (৩০৫) ও রাউল গঞ্জালেস (৩২৩)।