আল-আমিনের জায়গায় শফিউল
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বাংলাদেশ দল থেকে ছিটকেপড়া আল-আমিন হোসেনের বদলি হিসেবে তাঁর নাম সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছিল। শেষ পর্যন্ত সেই অনুমানই সত্যি হয়েছে। আল-আমিনের জায়গায় নেওয়া হয়েছে আরেক পেসার শফিউল ইসলামকে। সোমবার নির্বাচকদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনের অনুমতি ছাড়া রাত ১০টার পর হোটেলে ফেরার অভিযোগ ওঠে আল-আমিনের বিরুদ্ধে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আচরণবিধি ভঙ্গ করায় বিশ্বকাপে একটি ম্যাচও না খেলেই দেশে ফিরতে হচ্ছে তাঁকে। বাংলাদেশের নির্বাচক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘নির্বাচকদের সভায় আল-আমিনের পরিবর্তে শফিউলকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবারই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিচ্ছে শফিউল।’
অভিজ্ঞতায় আল-আমিনের চেয়ে বেশ এগিয়ে আছেন শফিউল। ওয়ানডেতে ১১টি ম্যাচ খেলে ১৭ উইকেট নিয়েছেন আল-আমিন। অন্যদিকে ৫২টি ওয়ানডে খেলা শফিউলের শিকার ৫৮ উইকেট। গত বিশ্বকাপে বাংলাদেশের এক স্মরণীয় জয়ে দারুণ অবদান ছিল শফিউলের। ইংল্যান্ডের বিপক্ষে তাঁর অপরাজিত ২৪ রান দুই উইকেটের নাটকীয় জয় এনে দিয়েছিল বাংলাদেশকে।