স্কয়ার ড্রাইভ
ক্যারিবীয়দের জয়ের সম্ভাবনাই বেশি
পাকিস্তানের বিপক্ষে দারুণ একটি জয়ের পর ওয়েস্ট ইন্ডিজ দল এখন বেশ উজ্জীবিত। তাদের খেলোয়াড়রা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে নিশ্চয়ই। জিম্বাবুয়ের বিপক্ষে ক্যারিবীয়রা তাই কিছুটা এগিয়ে থেকেই মাঠে নামবে।
প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ যেভাবে ঘুরে দাঁড়িয়েছে তা সত্যিই অসাধারণ। পাকিস্তানের বিপক্ষে তারা খুবই গোছালো ক্রিকেট খেলেছে। মঙ্গলবার সে ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ক্যারিবীয়দের জয়ের সম্ভাবনাই বেশি।
তবে চোটের কারণে নির্ভরযোগ্য ব্যাটসম্যান ড্যারেন ব্রাভোর খেলতে না পারা ওয়েস্ট ইন্ডিজের জন্য হতাশার খবর। যদিও এই ম্যাচে তার অনুপস্থিতির প্রভাব খুব একটা পড়বে বলে মনে হয় না।
শুনেছি ক্রিস গেইলেরও পায়ে ব্যথা। গেইল খেলতে পারবেন কিনা জানি না। আগের দুই ম্যাচে রান না পাওয়ায় তিনি কিছুটা চাপে আছেন নিশ্চয়ই। আশা করি গেইল ঠিক সময়ে ফর্মে ফিরবেন।
জিম্বাবুয়েকে হালকাভাবে দেখার অবকাশ নেই। দলটির খেলায় বেশ পরিপক্বতা লক্ষ করছি। জিম্বাবুয়ে দলে ব্রেন্ডন টেলর ও হ্যামিল্টন মাসাকাদজার মতো কয়েকজন ভালো ক্রিকেটার আছেন। তাই ওয়েস্ট ইন্ডিজের পক্ষে সহজে তাদের হারানো সম্ভব হবে না।
এই ম্যাচ জিতলে ক্যারিবীয়রা কোয়ার্টার ফাইনালে ওঠার পথে অনেক এগিয়ে যাবে। জয়ের জন্য তাই তারা মরিয়া হয়ে মাঠে নামবে। তবে আয়ারল্যান্ডের বিপক্ষে যেসব ভুল তারা করেছিল, এই ম্যাচে সেগুলো নিয়ে তাদের সতর্ক থাকতে হবে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।