সুখবরের অপেক্ষায় ক্রিকেট বোর্ড
বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা শন ক্যারল স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনই চলে যাচ্ছেন না ক্যারল। নিরাপত্তা ব্যবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করতে কয়েকদিন ঢাকায় থাকতে পারেন তিনি।
সোমবার বিকেলে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সাংবাদিকদের বলেন, ‘আমরা আশা করছি দু-একদিনের মধ্যেই সব অনিশ্চয়তা কেটে যাবে। আমাদের জন্য ইতিবাচক ঘটনা, ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নিরাপত্তা কর্মকর্তা আরো কয়েকদিন ঢাকায় অবস্থান করবেন। নিরাপত্তা পরিস্থিতি আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতেই তাঁর এই সিদ্ধান্ত। হয়তো এই সময়ের মধ্যেই আমরা কোনো সুখবর পাব।’
শন ক্যারল বাংলাদেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন জানিয়ে নিজামউদ্দিন বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর আমরা তাঁকে ভিভিআইপি নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানিয়েছি। এই নিরাপত্তা অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এতে তিনি সন্তোষ প্রকাশ করেছেন।’
প্রায় মাসখানেক আগেই অবশ্য ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসিকে নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে জানিয়েছিল বিসিবি। এ প্রসঙ্গে বিসিবির প্রধান নির্বাহীর বক্তব্য, ‘আমাদের নিরাপত্তা পরিকল্পনা সম্পর্কে ক্রিকেট অস্ট্রেলিয়া ও আইসিসি অবগত। প্রায় এক মাস আগেই এ বিষয়ে তাদের জানানো হয়েছে। তারপরও অস্ট্রেলিয়া কেন অজানা আশঙ্কায় ভুগছে, আমরা তা বুঝতে পারছি না। হয়তো বাড়তি নিরাপত্তা চাইছে তারা। আমরা তা দিতেও প্রস্তুত। আমরা শুধু চাই তারা আসুক।’
সোমবার ঢাকায় আসার কথা ছিল অস্ট্রেলিয়া দলের। কিন্তু ঢাকার মাটিতে পা রাখার দুদিন আগে গত শনিবার ক্রিকেট অস্ট্রেলিয়ার ওয়েবসাইটে বলা হয়, ‘সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কারণে অস্ট্রেলীয় সরকার স্টিভেন স্মিথের নেতৃত্বাধীন টেস্ট দলকে বাংলাদেশে পাঠানোর ব্যাপারে সতর্ক করে দিয়েছে।’ অস্ট্রেলিয়ার পররাষ্ট্রবিষয়ক বিভাগ (ডিফ্যাট) এক বিবৃতিতে জানিয়ে দেয়, ‘বাংলাদেশে অবস্থানরত অস্ট্রেলীয়দের ওপরে হামলার পরিকল্পনা করছে জঙ্গিরা।’
আর তাই দুই টেস্ট সিরিজের সামনে প্রশ্নচিহ্ন।