মুশফিককে নিয়ে দুশ্চিন্তা নেই
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে আল-আমিন হোসেনকে দেশে ফেরত পাঠানোর ধাক্কা সামলে উঠতে না-উঠতেই অনুশীলনে মুশফিকুর রহিমের আঙুলের চোট দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল বাংলাদেশকে। মাশরাফির দলের জন্য সুখবর, বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের চোট গুরুতর নয়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) টুইটারের মাধ্যমে জানিয়েছে, ব্যথা পেলেও মুশফিকের আঙুল ভাঙেনি।
মেলবোর্নে মঙ্গলবার সকালে নেটে তাসকিন আহমেদের একটি বল খেলতে গিয়ে ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পান মুশফিক। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এক্স-রে রিপোর্টে জানা গেছে, চোট তেমন গুরুতর নয়, হাড়ে কোনো চিড় ধরা পড়েনি।
বাংলাদেশের জন্য এটা বিরাট সুখবর। এক নম্বর উইকেটরক্ষক তো বটেই, দলের অন্যতম সেরা ব্যাটসম্যান মুশফিক। ব্যাট হাতেও ছন্দে আছেন তিনি। আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে ৫৬ বলে ৭১ রানের দারুণ এক ইনিংস এসেছে মুশফিকের ব্যাট থেকে। মাশরাফির দলের ১০৫ রানের জয়ে বিশাল অবদান রাখায় ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তাঁর হাতে।
আগামী বৃহস্পতিবার বাংলাদেশ দলের পরবর্তী প্রতিপক্ষ শ্রীলঙ্কা।