দেশে ফিরেছেন আল-আমিন
দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে বাংলাদেশের বিশ্বকাপের দল থেকে ছিটকেপড়া আল-আমিন হোসেন দেশে ফিরেছেন। সোমবার দুপুরে মেলবোর্ন থেকে রওনা হয়ে মঙ্গলবার বিকেল সোয়া ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
আল-আমিনের ফেরার খবর নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এনটিভি অনলাইনকে বলেন, ‘আল-আমিন ফিরেছে, তবে তার সঙ্গে আমার এখনো কথা হয়নি।’
গত ১৯ ফেব্রুয়ারি ব্রিসবেনে দলের নিয়মভঙ্গ করে প্রায় দুই ঘণ্টা পর হোটেলে ফেরেন আল-আমিন। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া রাত ১২টা পর্যন্ত বাইরে থাকার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয় এই পেসারকে।
২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষিক্ত আল আমিন ছয়টি টেস্ট খেলে ৬ উইকেট এবং ১১ ওয়ানডেতে ১৭ উইকেট নিয়েছেন। সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন গত নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে। বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামার সুযোগ হয়নি। অস্ট্রেলিয়া ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ায় কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরতে হলো তাঁকে।