মুশফিকের ভূমিকায় এনামুল?
মুশফিকুর রহিমের আঙ্গুলের চোট দুশ্চিন্তায় ফেললেও বাংলাদেশ দলের জন্য সুখবর, চোট তেমন গুরুতর নয়। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে খেলার ভালোই সম্ভাবনা বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। তবে খেললেও মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে উইকেটরক্ষক মুশফিককে না-ও পেতে পারে মাশরাফির দল। দলের অন্যতম সেরা ব্যাটসম্যানকে নিয়ে কোনো ঝুঁকি নিতে রাজি নয় বাংলাদেশ। বরং উইকেটের পেছনে এনামুল হককে দেখতে পাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
মঙ্গলবার অনুশীলনের সময় ডান হাতের বুড়ো আঙুলে ব্যথা পেয়ে হাসপাতালে ছুটে যান মুশফিক। এক্স-রে রিপোর্ট থেকে জানা গেছে, আঙুলের হাড়ে চিড় ধরা পড়েনি। বুধবার অনুশীলনে ব্যাটিংও করেছেন তিনি। তবে বাড়তি সতর্কতা হিসেবে মেলবোর্নে উইকেটের পেছনে না-ও দেখা যেতে পারে বাংলাদেশের নিয়মিত উইকেটরক্ষককে।
ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে এ বিষয়ে পরিষ্কার করে কিছু জানাতে পারেননি মাশরাফি, ‘মুশি (মুশফিক) ঠিক আছে। আজ ও নেটে ব্যাটিং করেছে। এখনো ২৪ ঘণ্টা হাতে আছে। দলের ফিজিও তার আঙুলের অবস্থা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন। মুশি কিপিং করতে না পারলে আমাদের এনামুলকে দিয়ে কাজটা করাতে হবে।’