মাশরাফির শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্ন
ওয়ানডেতে চারবার হারালেও বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অভিজ্ঞতা ভালো নয়। ক্রিকেটের সবচেয়ে বড় আসরে দুবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। দুবারই বিশাল হারের লজ্জায় পড়তে হয়েছিল। তবে অতীত ভুলে এবার ঘুরে দাঁড়াতে দৃঢ়প্রতিজ্ঞ বাংলাদেশ দল। শুধু ভালো খেলা নয়, বৃহস্পতিবার শ্রীলঙ্কাকে হারানোর স্বপ্নজাল বুনছেন মাশরাফি-সাকিবরা।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে ফিরে আসছে বিশ্বকাপে ১৯৯৬ চ্যাম্পিয়নদের বিপক্ষে অতীত ব্যর্থতার খতিয়ান। ২০০৩ সালে ১০ উইকেটে এবং ২০০৭ সালে ১৯৮ রানে হারের লজ্জা যেন এখনো তাড়া করে বেড়াচ্ছে বাংলাদেশকে!
মাশরাফি বিন মুর্তজা অবশ্য ওই ম্যাচ দুটি নিয়ে টানাটানি করতে রাজি নন। বুধবার মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে বরং জয়ের আশাবাদই ধ্বনিত হলো বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে, ‘অতীতে আমরা ভালো খেলতে পারিনি বলেই শ্রীলঙ্কার কাছে হেরে গেছি। এটা একেবারে সহজ কথা। তবে এবার আমরা ভালো খেলতে পারলে তাদের হারাতে না পারার কোনো কারণ নেই।’
অতীতের ‘ভূত’ যে বাংলাদেশের কাঁধে চেপে বসেনি, সে উদাহরণ দিতে গিয়ে মাশরাফি টানলেন আফগানিস্তান ম্যাচের প্রসঙ্গ। গত বছরের মার্চে ঘরের মাঠে এশিয়া কাপে আফগানদের কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। বিশ্বকাপে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার আগে ঘুরেফিরে সেই হতাশাজনক হারের কথা আসছিল। কিন্তু ১৮ ফেব্রুয়ারি আফগানিস্তানকে ১০৫ রানে উড়িয়ে বিশ্বকাপে দারুণ সূচনা করেছে মাশরাফির দল।
ক্যানবেরার ম্যাচটির প্রসঙ্গ টেনে বাংলাদেশ অধিনায়কের দৃপ্ত ঘোষণা, ‘গত বছর এশিয়া কাপে আমরা আফগানিস্তানের কাছে হেরেছিলাম। অনেকে ভেবেছিল, তারা বিশ্বকাপে আবারও জিতবে। কিন্তু সবাই দেখেছে, কী হয়েছে সেদিন। আমরা ম্যাচটি সহজেই জিতেছি। এমন ঘটনা আবারও ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে আমরা শ্রীলঙ্কাকে হারিয়েছি। নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে এমন ঘটনা আবারও ঘটাতে পারি আমরা। ওদের খেলোয়াড়দের সঙ্গে আমরা পরিচিত। তারা অবশ্য অনেক অভিজ্ঞ। তবে একজন ব্যাটসম্যানকে আউট করতে একটি বলই যথেষ্ট। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো মাঠে নেমে পরিকল্পনার সঠিক বাস্তবায়ন।’
শ্রীলঙ্কার বিপক্ষে একটা বাড়তি সুবিধা পাচ্ছেন মাশরাফিরা। বাংলাদেশের কোচ চন্ডিকা হাথুরুসিংহে শ্রীলঙ্কার হয়ে ২৬টি টেস্ট ও ৩৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতায় ঋদ্ধ। কোচের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা-বধের সংকল্প বাংলাদেশ অধিনায়কের, ‘এই ম্যাচে তিনি (হাথুরুসিংহে) আমাদের জন্য দারুণ সহায়ক হবেন। আমাদের জন্য ভালো একটা পরিকল্পনা সাজিয়ে দিয়েছেন তিনি। সেই পরিকল্পনার সফল বাস্তবায়ন নির্ভর করছে আমাদের ওপর।’