তাহলে কি আগে ওয়ানডে সিরিজ?
গত বুধবারই বিসিবি সভাপতি নাজমুল হাসান জানিয়েছিলেন, দুটি টেস্ট খেলতে আগামী মাসেই বাংলাদেশ সফরে আসছে জিম্বাবুয়ে। তবে নতুন খবর হলো, জিম্বাবুয়ে আসছে ঠিক, তবে টেস্টের বদলে হতে পারে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ। মূলত বিপিএলের কারণেই বিকল্প চিন্তা করছে বিসিবি।
তবে তা এখনো চূড়ান্ত হয়নি। আইসিসির সভায় যোগ দিতে দুবাইতে থাকা নাজমুল হাসান জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেই তা ঠিক করবেন।
এমনিতেই আগামী জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসার কথা ছিল জিম্বাবুয়ের। অস্ট্রেলিয়ার সফর স্থগিত হয়ে যাওয়ায় পর বিসিবি তাদের প্রস্তাব দেয় নভেম্বরে বাংলাদেশে আসতে। তারাও রাজি হয়ে যায়। তবে দুই ভাগে খেলতে রাজি হয়েছে তারা। প্রথম দফায় নভেম্বরে দুটি টেস্ট খেলে যাবে, আর দ্বিতীয় দফায় জানুয়ারিতে এসে আবার খেলবে তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি।
কিন্তু এখন সূচি বদলে নভেম্বরে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছে বিসিবি। দুবাই থেকে ফিরে সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, ‘২০ নভেম্বর থেকে শুরু হতে পারে বিপিএল। আমাদের হাতে এখন সময় কম। তাই জিম্বাবুয়ের বিপক্ষে আগে ওয়ানডে সিরিজ আয়োজনের চিন্তা করছি আমরা। সেভাবে আলোচনাও চলছে। চূড়ান্ত হলে বিসিবি সভাপতি ঢাকায় ফিরেই তা জানাবেন।’