এড জয়েসের অভাবনীয় ‘জীবন’
আমজাদ জাভেদের দারুণ এক ইয়র্কার আঘাত হানল অফ স্টাম্পে। সঙ্গে-সঙ্গে জ্বলে উঠল স্টাম্প-বেলের এলইডি আলো। উইকেট পতনের আনন্দে মেতে উঠলেন আরব আমিরাতের খেলোয়াড়রা। কিন্তু আয়ারল্যান্ডের ব্যাটসম্যান এড জয়েসের ভাগ্য খুবই ভালো। কারণ বল স্টাম্পে আঘাত করলেও বেল ফেলতে পারেনি। তাই সাজঘরে ফিরতে হয়নি এই বাঁহাতি ব্যাটসম্যানকে।
বুধবার বিশ্বকাপে আয়ারল্যান্ড-আরব আমিরাত ম্যাচে এমন অভাবনীয় ঘটনার জন্ম। আয়ারল্যান্ডের ইনিংসের একাদশ ওভারে ‘বেল-ভাগ্যে’ জয়েস পেয়ে যান ‘নতুন জীবন’। তখন তাঁর সংগ্রহ ১৬ রান। পরের বলেই চার মেরে পেসার জাভেদের আক্ষেপ অনেক বাড়িয়ে দেন জয়েস। কিন্তু নিশ্চিত আউটের হাত থেকে বেঁচে গেলেও লম্বা ইনিংস খেলতে পারেননি। ১৯তম ওভারে জাভেদের বলেই কট বিহাইন্ড হয়ে গেছেন ৩৭ রান করে।
স্টাম্পে বল লাগার পরও বেল না পড়ার বিস্ময়কর ঘটনা আগেও ঘটেছে। ২০১৪ সালের জানুয়ারিতে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি লিগ বিগ ব্যাশেও এমন ঘটনা ঘটেছিল। সেবার বোল্ড নয়, নিশ্চিত রানআউট হওয়া থেকে বেঁচে গিয়েছিলেন ব্র্যাড হজ। ১৯৯৭ সালে হয়েছিল আরেকটি ‘মজার’ ঘটনা। ফয়সালাবাদ টেস্টে পাকিস্তানের লেগস্পিনার মুশতাক আহমেদের বল দুই স্টাম্পের ফাঁক গলে বেরিয়ে যাওয়ায় বেঁচে যান দক্ষিণ আফ্রিকার প্যাট সিমকক্স!