বিশ্বকাপে আফগানিস্তানের প্রথম জয়
তথাকথিত ‘ছোট’ দলগুলোই যেন এবারের বিশ্বকাপ জমিয়ে তোলার দায়িত্ব নিয়েছে! আগের দিন আয়ারল্যান্ড-আরব আমিরাত ম্যাচ নিষ্পত্তি হয়েছিল শেষ ওভারে। বৃহস্পতিবার আইসিসির অন্য দুই সহযোগী সদস্য স্কটল্যান্ড-আফগানিস্তান ম্যাচেও তীব্র লড়াই হলো। যে লড়াইয়ে শেষ পর্যন্ত মাত্র ৩ বল হাতে রেখে ১ উইকেটে বিজয়ী আফগানিস্তান।
ডানেডিনে টস হেরে ব্যাট করতে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি স্কটল্যান্ড, ইনিংসের শেষ বলে অলআউট হয়ে গেছে ২১০ রানে। ম্যাট মাচান ও মাজিদ হকের ব্যাট থেকে এসেছে ৩১ রান। ৩৮ রানে ৪ উইকেট নিয়ে আফগানদের সেরা বোলার শাপুর জাদরান। তাঁর নতুন বলের সঙ্গী দাওলাত জাদরানের শিকার ২৯ রানে ৩ উইকেট।
আফগানদের পক্ষে রান মাত্র দুজনের—জাভেদ আহমাদি ও সামিউল্লাহ শেনওয়ারির। তবে শেষ দুই ব্যাটসম্যান হামিদ হাসান ও শাপুর জাদরানের কৃতিত্বও কম নয়। আহমাদি ৫১ রান করলেও ৯৭ রানে ৭ উইকেট হারিয়ে ভীষণ বিপদে পড়ে যায় আফগানিস্তান। সেখান থেকে শেনওয়ারি-দাওলাত জাদরানের ৩৫ রানের জুটিতে প্রথম প্রতিরোধ গড়ে তোলে বিশ্বকাপে প্রথম খেলতে আসা যুদ্ধবিধ্বস্ত দেশটি।
দলীয় ১৩২ রানে দাওলাত ফিরে যাওয়ার পর হাসানকে নিয়ে ৬০ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নিচ্ছিলেন শেনওয়ারি। বিশ্বকাপে প্রথম আফগান ব্যাটসম্যান হিসেবে মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরি না পাওয়া শেনওয়ারির দুঃখ ঘুচিয়ে দিয়েছেন হাসান-শাপুর।
১৪৭ বলে সাতটি চার ও পাঁচ ছক্কায় ৯৬ রান করে শেনওয়ারি বিদায় নেওয়ার সময় জয় থেকে ১৯ রান দূরে আফগানরা। বলও বাকি ১৯টি। টানটান উত্তেজনার ম্যাচে মাথা ঠান্ডা রেখে আফগানদের বিশ্বকাপে প্রথম জয়ের আনন্দে ভাসিয়ে দিয়েছেন হাসান (১৫*) আর শাপুর (১২*)।
সংক্ষিপ্ত স্কোর
স্কটল্যান্ড : ৫০ ওভারে ২১০ (কোটজার ২৫, ম্যাক্লাউড ০, গার্ডনার ৫, মাচান ৩১, মমসেন ২৩, বেরিংটন ২৫, ক্রস ১৫, ডেভি ১, মাজিদ ৩১, ইভান্স ২৮, ওয়ার্ডল ০*; শাপুর ৪/৩৮, দাওলাত ৩/২৯, হাসান ১/৩২, নবী ১/৩৮, নাইব ১/৫৩)।
আফগানিস্তান : ৪৯.৩ ওভারে ২১১/৯ (আহমাদি ৫১, মঙ্গল ৭, স্তানিকজাই ৪, শেনওয়ারি ৯৬, নবি ১, জাজাই ০, নাজিবুল্লাহ ৪, নাইব ০, দাওলাত ৯, হাসান ১৫*, শাপুর ১২*; বেরিংটন ৪/৪০, ইভান্স ২/৩০, ডেভি ২/৩৪, মাজিদ ১/৪৫)।
ফল : আফগানিস্তান ১ উইকেটে জয়ী।
ম্যাচসেরা : সামিউল্লাহ শেনওয়ারি।