স্কয়ার ড্রাইভ
বাংলাদেশের এমন ফিল্ডিং আর দেখিনি
বাংলাদেশ দলের এত বাজে ফিল্ডিং আমি আগে কখনও দেখিনি। আসলে পুরো দলের মধ্যে কেমন যেন একটা টেনশন কাজ করছিল। যার প্রভাব খেলাতেও পড়েছে। তাই বোলিং-ফিল্ডিং কোনোটাই ভালোভাবে করতে পারেনি। তবে ফিল্ডিংটাই বেশি খারাপ হয়েছে।
প্রথম ওভারে এনামুলের ক্যাচ ফেলে দেওয়া সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে দলে। পরবর্তী সময়ে এই বাজে ফিল্ডিংয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সাঙ্গাকারা ৬০ রানে ‘লাইফ’ না পেলে শ্রীলঙ্কার ৩০-৪০ রান কম হতো। মাশরাফি শুরুতে যেমন নিয়ন্ত্রিত বোলিং করেছে, অন্য বোলাররা তেমন করতে পারলে শ্রীলঙ্কার ইনিংস এত বড় হতো না।
শ্রীলঙ্কার দুই অভিজ্ঞ ব্যাটসম্যান দিলশান ও সাঙ্গাকারা বাংলাদেশের বাজে ফিল্ডিং কাজে লাগিয়ে রানের পাহাড় গড়েছে। তাই বাংলাদেশের সামনে লক্ষ্যটা অনেক বড়।
ক্রিকেটে কোনো কিছুই অসম্ভব নয়। তবে এত রান ‘চেজ’ করে জেতা খুব কঠিন।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।