এবার সাম্প্রদায়িক আক্রমণের শিকার মুশফিক
বিজয়া দশমী উপলক্ষে সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২৪ মিনিটে নিজের ফেসবুকে এ শুভেচ্ছা দেন মুশফিক। কিন্তু এটাই চক্ষুশূল হয়ে উঠেছে কিছু মানুষের কাছে। অধিনায়কের ফেসবুকে তাঁর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ মন্তব্য লেখা হয়েছে।
সাম্প্রদায়িক ও কুরুচিপূর্ণ মনোভাবের শিকার কেবল মুশফিক নন। এর শিকার হয়েছেন দলের বর্তমানে নির্ভরযোগ্য অন্যতম সেরা তারকা লিটন কুমার দাশও। চলতি সপ্তাহে লিটনও ফেসবুকে শুভেচ্ছা জানিয়ে ছিলেন। কুরুচিপূর্ণ মন্তব্যের তীরে বিদ্ধ করা হয়েছে তাঁকেও।
মুশফিকের শুভেচ্ছার নিচে ‘রাতের আকাশে সূর্য’ নামে এক ব্যক্তি লিখেছে, ‘আপনার মতো মুসলমানরা সত্যিই মুসলমান জাতির জন্য অভিশাপ।’ সাফায়েল হাসান নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আপনার যদি সামান্যটুকু লজ্জা থেকে থাকে তাহলে আশা করি এটা ডিলেট করবেন।’ আইয়ুব পাটোয়ারি নামের এক ব্যক্তি লিখেছে, ‘এই ফালতু লোকটা ক্রিকেটার নয়।’
তবে বেশির ভাগ মন্তব্যকারীই মুশফিককে সমর্থন দিয়েছেন। সব সময়ে মুশফিকের পাশে দাঁড়ানোর কথা বলেছেন। সাকিব হাসান নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আমরা যারা তোমায় ভালোবাসি তারা সবকিছুর জন্যই বাসি। আমাদের ওপর বিশ্বাস রাখো.. এদের হারিয়ে দাও।’ আল বাকি আল মিজান নামের এক ব্যক্তি লিখেছেন, ‘আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। নিজের প্রতি মনোযোগী হোন, কমেন্টস পড়ে মন খারাপ করবেন না। আপনি দেশের অ্যাম্বাসেডর।’
এটাই প্রথম নয়
চলতি বছরে রোজার সময় তারকা ক্রিকেটার সাকিব আল হাসান সতীর্থদের নিয়ে গিয়েছিলেন নিজের রেস্টুরেন্ট সাকিব’স ডাইনে। উদ্দেশ্য ছিল ইফতার করা। এ নিয়ে একটি ছবি তুলে সাকিব দিয়েছিলেন নিজের ফেসবুকে। ছবিতে দেখা যায় সাকিবের পাশেই বসে আছেন সৌম্য সরকার ও লিটন কুমার দাশ। এ নিয়েও ফেসবুকে সাকিবসহ অন্যদের সহ্য করতে হয় তীর্যক মন্তব্য। ইফতারে কেন সৌম্য ও লিটন থাকবেন— এটা নিয়ে বিদ্বেষ ছড়ানো হয়। তবে এর বিপরীতে বেশির ভাগ মন্তব্যকারীই সাকিব-সৌম্য-লিটনকে সমর্থন দিয়েছেন।
ভারতের সঙ্গে সিরিজ জয়ের পর তারকা ক্রিকেটার নাসির তাঁর বোনের সঙ্গে ছবি তুলে ফেসবুকে প্রকাশ করেছিলেন। এ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে বেশ কয়েকজন ব্যক্তি। ক্ষুব্ধ হয়ে নাসির নিজের ফেসবুক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন। নাসিরের সঙ্গে একতা প্রকাশ করে নিজের ফেসবুক কয়েকদিন বন্ধ রেখেছিলেন ওয়ানডে দলের সফল অধিনায়ক মাশরাফি বিন মুর্তজাও।