স্কয়ার ড্রাইভ
মাশরাফিরা তিন বিভাগেই ব্যর্থ
পাহাড়-সমান লক্ষ্য তাড়া করতে নেমে যতটা সতর্কতার সঙ্গে ব্যাটিং করা প্রয়োজন ছিল, বাংলাদেশের ব্যাটসম্যানরা তা পারেনি। যেন মাঠে নামার আগেই হেরে বসেছে তারা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং কোনো বিভাগেই ভালো করতে পারেনি মাশরাফির দল। যার ফল বড় ব্যবধানে হার।
টপ অর্ডার ব্যাটসম্যানরা সবচেয়ে বেশি ব্যর্থ। শুরুতে তামিমের উইকেট হারানোর পর এনামুলের কাছ থেকে দৃঢ়তা আশা করেছিলাম। কিন্তু তাকে ভীষণ নার্ভাস মনে হয়েছে। রান আউট হওয়ার ভীতি যেন কাজ করছিল তার মধ্যে। শেষ পর্যন্ত রান আউটই হয়েছে সে।
আমার মনে হচ্ছে অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের সঙ্গে মুমিনুল মানিয়ে নিতে পারছে না। পরের ম্যাচে তাকে খেলানো নিয়ে টিম ম্যানেজমেন্টের চিন্তা-ভাবনা করা উচিত। আমার ধারণা, এ ধরনের উইকেটে খেলতে সে তেমন অভ্যস্ত নয়।
মুশফিক ও সাকিবকে আরো ওপরের দিকে খেলাতে পারলে ভালো হতো। বিশেষ করে মুমিনুলের জায়গায় মুশফিককে খেলানো উচিত ছিল। ম্যাচ চলার সময় এমন কিছু সিদ্ধান্ত নিতে পারলে হারের ব্যবধান আরো কম হতে পারত।
তারপরও ২৪০ রান খুব খারাপ নয়। ফিল্ডিং আর বোলিংয়ে ব্যর্থতার জন্যই শ্রীলঙ্কা এত বড় লক্ষ্য দিতে পেরেছে বাংলাদেশকে। শ্রীলঙ্কানদের ২৭০/২৮০ রানের মধ্যে আটকে রাখা সম্ভব হলে ম্যাচটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারত।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।