ডি ভিলিয়ার্সের আরেকটি ব্যাটিং-কীর্তি
গত মাসে ওয়ানডেতে দ্রুততম শতকের রেকর্ড গড়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন অঙ্কের ঘরে পৌঁছেছিলেন মাত্র ৩১ বল খেলে। এবার দ্রুততম দেড়শ রানের রেকর্ডও নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। এবারও লজ্জায় পড়ল ক্যারিবীয়রা।
২০১১ সালের ১১ এপ্রিল মিরপুরে বাংলাদেশের বিপক্ষে ৮৩ বলে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েছিলেন অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন। শুক্রবার সিডনিতে ১৫০ রান করতে ডি ভিলিয়ার্সের ‘খরচ’ হয়েছে মাত্র ৬৪ বল।
৬৬ বলে ১৬২ রানের অপরাজিত ইনিংস খেলার পথে ডি ভিলিয়ার্স মেরেছেন ১৭টি চার ও ৮টি ছক্কা। তাঁর তোপের আগুনে সবচেয়ে বেশি পুড়তে হয়েছে জেসন হোল্ডারকে। ৪৮তম ওভারে ৩৪ ও শেষ ওভারে ৩০ রান দিয়েছেন ক্যারিবীয় অধিনায়ক। এই ৬৪ রানের মধ্যে ৬২-ই এসেছে ডি ভিলিয়ার্সের ব্যাট থেকে।
বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির কাছাকাছিও চলে গিয়েছিলেন তিনি। শতক পূর্ণ করেছেন ৫২ বলে। গত বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ৫০ বলে সেঞ্চুরি করে এই রেকর্ডের মালিক আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন।
অধিনায়কের ঝড়ো ব্যাটিংয়ে বিশ্বকাপে সর্বোচ্চ দলীয় ইনিংসের রেকর্ডও ভাঙতে বসেছিল দক্ষিণ আফ্রিকা। ২০০৭ বিশ্বকাপে বারমুডার বিপক্ষে ভারতের ৪১৩ রানের রেকর্ড টিকে গেছে একটুর জন্য। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয়েছে পাঁচ উইকেটে ৪০৮ রানে।
একটা রেকর্ড অবশ্য ঠিকই গড়েছে প্রোটিয়ারা। এই প্রথম অস্ট্রেলিয়ার মাটিতে কোনো ওয়ানডেতে ৪০০ রান হলো। অস্ট্রেলিয়ায় আগের সর্বোচ্চ রানের রেকর্ড অক্ষত রইল মাত্র তিনদিন। গত মঙ্গলবার ক্রিস গেইলের ডাবল সেঞ্চুরির সুবাদে জিম্বাবুয়ের বিপক্ষে ৩৭২ রান করে রেকর্ডটা গড়েছিল ক্যারিবীয়রা।