স্কয়ার ড্রাইভ
ডি ভিলিয়ার্সের চমকজাগানো ব্যাটিং
এবারের বিশ্বকাপের বেশির ভাগ ম্যাচেই কোনো না কোনো চমক রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডি ভিলিয়ার্সের ঝড়ো ব্যাটিং তেমনই একটি চমক। ডি ভিলিয়ার্সের অসাধারণ ব্যাটিংয়ের পর ইমরান তাহিরের ঘূর্ণিবলে ক্যারিবীয়রা বিধ্বস্ত হয়েছে।
৪০৯ রানের পাহাড়সমান টার্গেট তাড়া করা যে কোনো দলের জন্যই বিশাল চাপ। এই চাপের কারণেই ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইন-আপ একেবারে ভেঙে পড়েছে।
ক্যারিবীয়দের বোলিং আক্রমণ যে বেশ দুর্বল, তা আরেকবার প্রমাণিত। দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের, বিশেষ করে ডি ভিলিয়ার্সের সামনে তাদের ভীষণ ‘নার্ভাস’ মনে হয়েছে।
দক্ষিণ আফ্রিকার ইনিংসের শুরুটা তেমন ভালো ছিল না। প্রথম ১০ ওভারে এক উইকেট হারিয়ে মাত্র ৩০ রান তুলেছিল তারা। তখন মনে হচ্ছিল প্রোটিয়াদের ইনিংস তেমন বড় হবে না। কিন্তু ডি ভিলিয়ার্সের ব্যাটিং-ঝড় বিশাল সংগ্রহ এনে দিয়েছে তাদের।
এমনিতেই অনেক বড় টার্গেট। তার ওপর শুরুতেই গেইলকে হারিয়ে ভীষণ চাপে পড়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। এই চাপ সামলে উঠতে পারেনি বলে ১৫১ রানে থেমে যায় তাদের ইনিংস।
আগেই বলেছিলাম, টস জিতে যারা ব্যাট করবে তাদের জয়ের সম্ভাবনাও বেশি থাকবে। শেষ পর্যন্ত তাই হয়েছে। সিডনির উইকেটে ডে-নাইট ম্যাচে পরে ব্যাট করা খুব কঠিন। ৪০৮ রানের নিচে চাপা পড়ায় ক্যারিবীয়দের জন্য কাজটা প্রায় অসম্ভব হয়ে পড়েছিল।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।