স্কয়ার ড্রাইভ
একটা আকর্ষণীয় লড়াইয়ের অপেক্ষায় আছি
অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ম্যাচটাকে ‘হাই ভোল্টেজ’ ম্যাচ বলা যেতে পারে। অনেকটা উপমহাদেশের ভারত-পাকিস্তান ম্যাচের মতো। সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে দুই স্বাগতিকের লড়াই বেশ জমজমাট হবে বলে আমার বিশ্বাস।
তবে সার্বিক বিচারে আমি এগিয়ে রাখব নিউজিল্যান্ডকে। কিউইরা খেলবেও নিজেদের মাটিতে। এটা তাদের জন্য একটা বড় সুবিধা। টস জিতে যারা আগে ব্যাট করবে, তাদের জয়ের সম্ভাবনাও বেড়ে যাবে।
নিউজিল্যান্ডের মাটিতে খেলবে বলে অস্ট্রেলিয়া কিছুটা চাপের মধ্যে থাকবে। প্রতিপক্ষ সমর্থকদের চিৎকার-চেঁচামেচি সামলে খেলা চালিয়ে যাওয়া যে কোনো দলের খেলোয়াড়দের জন্যই খুব কঠিন। তবে অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। যে কোনো পরিস্থিতিতে খেলার সামর্থ্য তাদের আছে।
সব মিলিয়ে ম্যাচটা ভালো হবে বলেই মনে হচ্ছে। আশা করি, ক্রিকেট-ভক্তরা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখতে পারবে।
দিনের অন্য মাচে আরব আমিরাতের বিপক্ষে ভারত পরিষ্কার এগিয়ে থাকে। মনে হয় না দুর্দান্ত ফর্মে থাকা ভারতের বিপক্ষে আমিরাত তেমন কিছু করতে পারবে। কোয়ার্টার ফাইনালের আগে ভারতের জন্য এটা একটা ‘প্র্যাকটিস’ ম্যাচ হবে হয়তো।
তবে ভারতীয় বোলারদের একটা ব্যাপারে সতর্ক থাকতে হবে। বিশ্বকাপে আগের দুই ম্যাচেই আমিরাত ২৫০-এর ওপরে রান করেছে। আমিরাতের ব্যাটসম্যানদের বিপক্ষে তাই ভারতের বোলাররা স্বস্তিতে না-ও থাকতে পারে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।