বাংলাদেশ দলে ফিরলেন আল আমিন
গত ফেব্রুয়ারিতে শৃঙ্খলাভঙ্গের কারণে বিশ্বকাপের মাঝপথে দেশে ফেরত আসতে হয়েছিল তাঁকে। তার পর থেকেই জাতীয় দলের বাইরে ছিলেন আল আমিন হোসেন। অবশেষে অপেক্ষার অবসান হলো এই পেসারের। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ঘোষিত বাংলাদেশ দলে রাখা হয়েছে আল আমিনকে। ১৪ সদস্যের দলে একজনই নবাগত—পেসার কামরুল ইসলাম রাব্বি।
রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রথম দুই ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে।
১৮ সদস্যের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন ওপেনার এনামুল হক বিজয় ও ইমরুল কায়েস এবং পেসার তাসকিন আহমেদ ও শফিউল ইসলাম।
মাঝখানে প্রায় নয় মাস জাতীয় দলের বাইরে থাকলেও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে আল আমিনের পারফরম্যান্স বেশ ভালো ছিল। ভারতে তিন ম্যাচে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচে নিয়েছেন ১২ উইকেট।
আল আমিনের দলে ফেরা সম্পর্কে বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “অভিজ্ঞতা এবং ‘এ’ দলের হয়ে ভালো পারফরম্যান্সের কারণে জাতীয় দলে তাকে ফিরিয়ে আনা হয়েছে। আশা করি সুযোগটা সে ভালোভাবেই কাজে লাগাবে।”
নবাগত পেসার কামরুল ‘এ’ দলের হয়ে ভারতে তেমন সুযোগ না পেলেও দক্ষিণ আফ্রিকায় দারুণ খেলেছিলেন। ভারতে এক ম্যাচ খেলে একটি উইকেট নিলেও দক্ষিণ আফ্রিকায় চার ম্যাচ খেলে নয় উইকেট পেয়েছেন।
আগামী ১০ ডিসেম্বর ২৪ বছর পূর্ণ করবেন কামরুল। জাতীয় দলে বেশ দেরিতে সুযোগ পেলেও কামরুলের ভালো করার সামর্থ্য আছে বলে মনে করেন নান্নু, “আমাদের প্রথম সারির কয়েকজন পেসার চোটগ্রস্ত। রুবেলের পায়ের চোট সেরে উঠতে আরো তিন সপ্তাহ লাগবে। পেশির চোট কাটিয়ে তাসকিনও পুরোপুরি সেরে ওঠেনি। অধিনায়ক মাশরাফি ডেঙ্গু জ্বর থেকে সবেমাত্র সেরে উঠেছে। সব কিছু বিচেনায় রাব্বিকে সুযোগ দেওয়া হয়েছে। তা ছাড়া সে ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে খুবই ভালো বল করেছে। জাতীয় দলের হয়েও ভালো করার সামর্থ্য আছে বলেই মনে হচ্ছে। অনূর্ধ্ব-১৯ দলে খেলার সময় আমি তাকে খুব কাছ থেকে দেখেছিলাম। সে সময় আমি দলটির কোচ ছিলাম।’
তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে আগামী ২ নভেম্বর ঢাকার মাটিতে পা রাখবে জিম্বাবুয়ে দল। ৫ নভেম্বর ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের মুখোমুখি হবে অতিথিরা। ওয়ানডে সিরিজ হবে ৭, ৯ ও ১১ নভেম্বর। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি। পাঁচটি ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা জাতীয ক্রিকেট স্টেডিয়ামে।
বাংলাদেশ দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি, জুবায়ের হোসেন, মুস্তাফিজুর রহমান, আল আমিন হোসেন ও কামরুল ইসলাম রাব্বি।