স্কয়ার ড্রাইভ
প্রত্যাশা মেটানো জমজমাট লড়াই
বিশ্বকাপ যত এগিয়ে যাচ্ছে উত্তেজনাও ততই বাড়ছে। অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে একটা জমজমাট লড়াইয়ের প্রত্যাশা ছিল ক্রিকেটপ্রেমীদের। শ্বাসরুদ্ধকর ম্যাচটি দেখে তারা নিশ্চয়ই তৃপ্ত।
টার্গেট এত অল্প হওয়ায় নিউজিল্যান্ডের সহজেই জয় পাওয়ার কথা ছিল। কিন্তু তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া ছিল বলেই এত তীব্র লড়াই হয়েছে। এক সময় তো মনে হচ্ছিল অস্ট্রেলিয়া জিতেও যেতে পারে।
অনন্ত চাপের সামনে দাঁড়িয়ে থাকা কেইন উইলিয়ামসনের অসাধারণ ছক্কা কিউইদের নাটকীয় জয় এনে দিয়েছে। যদিও অস্ট্রেলিয়ান পেসার মিচেল স্টার্কের আগুনঝরা বোলিং দেখে ভেবেছিলাম নিউজিল্যান্ড বোধহয় ম্যাচটা হেরেই যাবে।
শেষ মুহূর্তে লড়াই জমিয়ে তোলার কৃতিত্ব স্টার্কের। বল হাতে তার তোপের জন্যই সহজ ম্যাচ কঠিন করে জিততে হয়েছে নিউজিল্যান্ডকে।
নিজেদের মাঠে দুর্দান্ত বোলিং করেছে নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্টও। তার জন্যই অস্ট্রেলিয়াকে মাত্র ১৫১ রানে বেঁধে ফেলেছে কিউইরা।
অস্ট্রেলিয়ার ইনিংসের শুরুটা খারাপ ছিল না। ১৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৮০ রান তুলেছিল তারা। তখন আমার মনে হয়েছিল একটা ‘ফাইটিং’ স্কোর গড়বে অস্ট্রেলিয়া। কিন্তু এক বোল্টই অসিদের ব্যাটিংয়ে ধস নামিয়েছেন।
আসলে এই ম্যাচে রাজত্ব করেছে বোলাররা। কোন দলের ব্যাটসম্যানরাই খুব একটা সুবিধা করতে পারেনি।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।