স্কয়ার ড্রাইভ
অনেক দূর যেতে পারে শ্রীলঙ্কা
টার্গেট ৩১০ রান, অথচ কী অনায়াসেই না জিতল শ্রীলঙ্কা! সত্যিই, অসাধারণ জয়। এই ম্যাচে কুমার সাঙ্গাকারা আর লাহিরু থিরিমান্নের কাছে হেরেছে ইংল্যান্ড। এই দুই ব্যাটসম্যানের অসাধারণ দৃঢ়তা সহজ জয় এনে দিয়েছে শ্রীলঙ্কাকে।
অবশ্য ব্যক্তিগত ৩ রানে থিরিমান্নে ‘লাইফ’ না পেলে ম্যাচের চিত্র অন্যরকম হতে পারত। এটাই ম্যাচের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক ছিল। ইনিংসের শুরুতেই থিরিমান্নে আউট হয়ে গেলে চাপে পড়ে যেত শ্রীলঙ্কা। কিন্তু ‘লাইফ’ পেয়ে তিনি শুধু বিশ্বকাপে প্রথম সেঞ্চুরিই করেননি, দলকে জয় এনে দিতেও বড় অবদান রেখেছেন।
অবশ্য ইংল্যান্ডের বোলাররাও তেমন ভালো করতে পারেননি। শ্রীলঙ্কা ব্যাটসম্যানদের ওপরে কখনোই চাপ প্রয়োগ করতে পারেননি তাঁরা। একেবারেই দায়সারা বোলিং করেছেন।
বরং ইংল্যান্ডের ব্যাটিং যথেষ্ট ভালো হয়েছে। তাই প্রতিপক্ষকে বড় টার্গেট দেওয়াও সম্ভব হয়েছে। জো রুটের সেঞ্চুরিটা এক কথায় অসাধারণ।
এই ম্যাচ হেরে যাওয়ায় ইংল্যান্ডের সামনে কোয়ার্টার ফাইনালে ওঠার পথ কঠিন হয়ে পড়ল। তবে এখনো তাদের শেষ আটে খেলার সম্ভাবনা আছে। ৯ মার্চ বাংলাদেশের বিপক্ষে পরের ম্যাচের ওপরেই ইংল্যান্ডের কোয়ার্টার ফাইনাল-ভাগ্য নির্ভর করছে।
শ্রীলঙ্কা দলটা প্রতি ম্যাচেই উন্নতি করছে। তাদের ব্যাটসম্যানরা দারুণ ছন্দে আছে। শুধু বোলাররা আরেকটু ভালো করতে পারলে বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়নদের পক্ষে অনেক দূর যাওয়া সম্ভব।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।