সুয়ারেজের নৈপুণ্যে বার্সার সহজ জয়
চার দিনের ব্যবধানে আবার জ্বলে ওঠা লুইস সুয়ারেজের নৈপুণ্য জয় এনে দিয়েছে বার্সেলোনাকে। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে উরুগুয়ের তারকা স্ট্রাইকারের দুই গোলে ম্যানচেস্টার সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরেছিল বার্সা। রোববার রাতে স্প্যানিশ লা লিগায় গ্রানাদার মাঠে বার্সার ৩-১ গোলের জয়েও সুয়ারেজের বিরাট অবদান। নিজে এক গোল করেছেন, আর লিওনেল মেসি ও ইভান রাকিতিচকে দিয়ে করিয়েছেন অন্য দুই গোল।
গ্রানাদার নিম্নমানের মাঠে শুরুতে বেশ সমস্যায় পড়তে হয়েছে বার্সাকে। তবে ২৫ মিনিটে প্রথম গোল পেয়ে যাওয়ার পর আর পেছন ফিরে তাকাতে হয়নি। সুয়ারেজের ক্রস গ্রানাদার এক ডিফেন্ডার বিপদমুক্ত করতে ব্যর্থ হলে বল এসে পড়ে রাকিতিচের পায়ে। সঙ্গে-সঙ্গে ক্রোয়াট মিডফিল্ডারের জোরালো শট আছড়ে পড়ে জালে।
মেসি দুটো সুযোগ নষ্ট করার পর ৪৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুয়ারেজ। রাকিতিচের পাস ধরে, গোলরক্ষককে ফাঁকি দিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
পাঁচ মিনিট পর ফ্রান রিকোর পেনাল্টি গোলে ব্যবধানে কমিযে সমর্থকদের মনে উত্তেজনা ছড়িযে দিয়েছিল স্বাগতিক দল। কিন্তু ৭০ মিনিটে মেসির গোল জল ঢেলে দেয় সেই উত্তেজনায়।
গোলটা অবশ্য সুয়ারেজ করতে পারতেন। তবে এগিয়ে আসা গোলরক্ষক ওইয়ারকে কাটিয়ে বল ফাকা পোস্টে না ঠেলে নিঃস্বার্থভাবে এগিয়ে দেন মেসিকে। তা থেকেই লিগে ২৭তম গোল করেন আর্জেন্টাইন তারকা। দুই গোল বেশি নিয়ে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো।
এই জয়ে ২৫ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় স্থানে আছে বার্সা। এক ম্যাচ কম খেলে এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে রিয়াল মাদ্রিদ। রিয়ালের সমান ২৪ ম্যাচ খেলা আতলেতিকো মাদ্রিদ ৫৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে।