শেখ জামাল ফাইনালে
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। রোববার প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সেমিফাইনালে তারা ২-১ গোলে হারিয়েছে শেখ রাসেল ক্রীড়া চক্রকে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে যদিও পথমে এগিয়ে যায় শেখ রাসেল। বিরতির পাঁচ মিনিট আগে লক্ষ্য ভেদ করেন দেশের অন্যতম সেরা স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি। নাইজেরীয় ফরোয়ার্ড কিংসলে চিগোজির পাসে বল পেয়ে আড়াআড়ি শটে জালে জড়ান জাতীয় দলের এই স্ট্রাইকার।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। খুব বেশি সময় লাগেনি গোলটি সমতায় আনতে। ৬২ মিনিটে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলেমের বাড়ানো বল ধরে ডিফেন্ডার নাসির চৌধুরী গোল করে দলকে সমতায় ফেরান।
১-১ গোলের সমতায় যখন ম্যাচের নির্ধারিত সময় শেষ হতে চলছিল, ঠিক তখনই গোল করে দলে জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন।
ম্যাচের ৮৯ মিনিটে ওয়েডসনের ক্রসে চমৎকার হেডে গোল করেন এমেকা। তাই শেখ জামাল টানা দ্বিতীয়বারের মতো ফেডারেশনের কাপের ফাইনালে উঠেছে।
মৌসুমসূচক এই টুর্নামেন্টের গতবারেরও চ্যাম্পিয়ন শেখ জামাল। সেবার তারা মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে শিরোপা জিতেছিল।