বোলিংই মাশরাফির কাছে বেশি গুরুত্বপূর্ণ
মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের অন্যতম নির্ভরযোগ্য পেসার। বোলিংয়ের পাশাপাশি দলের প্রয়োজনের সময় ব্যাট হাতেও জ্বলে উঠতে দেখা যায় তাঁকে।
শুক্রবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে যেমন জ্বলে উঠলেন তিনি। ১২ বলে অপরাজিত ১৫ রানের ইনিংস খেলার পথে ছক্কা মেরে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দিয়েছেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের কাছে অবশ্য ব্যাটসম্যান মাশরাফির চেয়ে বোলার মাশরাফিই বেশি গুরুত্বপূর্ণ।
ছোট ইনিংস হলেও বাংলাদেশ অধিনায়কের আত্মবিশ্বাসী ব্যাটিং দেখে যে কারো মনে হতে পারে কোনো বিশেষজ্ঞ ব্যাটসম্যান যেন ব্যাটিং করছেন। অনেকের মনে তাই প্রশ্ন জেগেছে ব্যাটিংয়ের প্রতি তিনি আলাদা মনোযোগ দিচ্ছেন কি না। মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে খেলা শেষে সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের উত্তরে ‘নড়াইল এক্সপ্রেস’ বলেন, ‘না, কখনোই আমি আলাদা করে ব্যাটিং নিয়ে কাজ করিনি। একটানা চোটের কারণে আমাকে বোলিং নিয়ে অনেক বেশি খাটতে হয়েছে। কারণ আমার মনে হয়েছে দলে ফিরতে হলে আমাকে বল হাতে পারফর্ম করেই ফিরতে হবে। তাই বরাবর বোলিংয়ে বাড়তি মনোযোগ দিয়েছি আমি।’
এখন অবশ্য দায়িত্বশীল ব্যাটিংয়ের চিন্তাও উঁকি দিচ্ছে বাংলাদেশ অধিনায়কের মনে, ‘এখন আমাকে ব্যাটিং নিয়েও চিন্তা-ভাবনা করতে হচ্ছে। কারণ আমি জানি প্রয়োজনের সময় আমাকে ব্যাট হাতেও অবদান রাখতে হতে পারে।’