আবার ভারতের ক্রিকেটপ্রধান ডালমিয়া
আবারও ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির দায়িত্ব নিতে যাচ্ছেন জগমোহন ডালমিয়া। নির্বাচনে জিতে প্রায় ১১ বছর পর বিশ্ব ক্রিকেটের সবচেয়ে ক্ষমতাধর বোর্ড বিসিসিআইর প্রধানের আসনে বসতে যাচ্ছেন তিনি।
আইপিএলে ম্যাচ পাতানো কেলেঙ্কারির সঙ্গে জড়িয়ে পড়ার অভিযোগে এবারের বোর্ড নির্বাচনে অংশ নিতে পারেননি এন শ্রীনিবাসন। ২০১৩ সালের জুলাইয়ে অনেক চাপের মুখে বিসিসিআইর সভাপতির পদ ছাড়তে হয়েছিল তাঁকে। তখন অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডালমিয়া।
ওই বছরের অক্টোবরে শ্রীনিবাসন ক্ষমতা ফিরে পেলেও সুপ্রিম কোর্টের নিষেধাজ্ঞার কারণে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেননি। তাই আবার সভাপতি হওয়ার পথ প্রশস্ত হয়ে যায় অভিজ্ঞ ক্রিকেট-প্রশাসক ডালমিয়ার। সচিব হিসেবে তিনি পাশে পাচ্ছেন অনুরাগ ঠাকুরকে।
উপমহাদেশে ১৯৮৭ ও ১৯৯৬ বিশ্বকাপ আয়োজনে বিশাল ভূমিকা রাখা ডালমিয়া ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসির সভাপতির দায়িত্বে ছিলেন। ২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ছিলেন বিসিসিআই সভাপতি। ১৯৮৩ সালে বোর্ডের কোষাধ্যক্ষ হিসেবে তিনি যুক্ত হন ভারতের ক্রিকেট প্রশাসনের সঙ্গে।