ফিল্ডিং নিয়ে বাড়তি সতর্ক বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে বাজে ফিল্ডিং এখনো নিশ্চয়ই শুল হয়ে বিঁধছে বাংলাদেশের মানুষের বুকে। বেশ কয়েকটি ক্যাচ-স্টাম্পিং-রান আউট মিসের খেসারত দিয়ে ম্যাচটা হারতে হয়েছে ৯২ রানের বড় ব্যবধানে। ৫ মার্চ স্কটল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে তাই ফিল্ডিংয়ে নিবিড় মনোযোগ সাকিব-মাশরাফিদের।
কোয়ার্টার ফাইনালে খেলার লক্ষ্য পূরণে স্কটিশদের বিপক্ষে জয় ভীষণ প্রয়োজন বাংলাদেশের। ম্যাচের ভেন্যু নিউজিল্যান্ডের নেলসনে পৌঁছানোর পর তাই ফিল্ডিংকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল অবশ্য একটা ম্যাচের পারফরম্যান্স দিয়ে সব কিছু বিচার করতে রাজি নন, ‘একটা ম্যাচে ক্যাচ, রান আউট বা ফিল্ডিং মিস কোনো ব্যাপার নয়। সবচেয়ে বড় সমস্যা হলো আমাদের শরীরী ভাষায়। মনোযোগে ঘাটতি থাকলে এমন হয়। আমরা এ নিয়ে কাজ করছি। স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার জন্য ছেলেরা মুখিয়ে আছে।’
ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি খেলোয়াড়দের মনোবল বাড়ানোর কাজও করছেন হ্যালসল। আগের ম্যাচের হতাশাকে পেছনে ফেলে শিষ্যদের স্কটিশ-বধের মন্ত্রে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন বাংলাদেশের ফিল্ডিং কোচ, ‘শ্রীলঙ্কা ম্যাচের পর আমি সবার সাথে কথা বলেছি। দলের সিনিয়রদের সাথেও কথা হয়েছে আমার। সবাইকে একটাই পরামর্শ দিয়েছি। ১১ জন একাত্ম হয়ে যেন মাঠে খেলতে নামে। তাহলেই সব কিছু পাল্টে যাবে।’
বাংলাদেশের মানুষেরও তেমনই প্রত্যাশা। কোয়ার্টার ফাইনালের সমীকরণ মেলাতে আগামী বৃহস্পতিবার স্কটিশদের হারানো ছাড়া যে আর কোনো উপায় নেই মাশরাফির দলের!