মোহামেডানকে হারিয়ে ফাইনালে মুক্তিযোদ্ধা
অতিকষ্টে শেষ চারে এলেও ফাইনালে উঠতে পারল না মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। সোমবার ফেডারেশন কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের কাছে টাইব্রেকারের সাডেন ডেথে ৪-৩ গোলে হেরে যায় ঐতিহ্যবাহী দলটি।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় নিষ্পত্তির জন্য খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত ৩০ মিনিটে এবং টাইব্রেকারেও নিষ্পত্তি না হওয়ায় সাডেন ডেথে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠে মুক্তিযোদ্ধা।
মৌসুমসূচক এই টুর্নামেন্টের ফাইনালে বৃহস্পতিবার মুক্তিযোদ্ধা মুখোমুখি হবে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের। গত আসরেও এই দুই দল ফাইনালে মুখোমুখি হয়েছিল।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় মুক্তিযোদ্ধা। ৩০ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন স্ট্রাইকার এনামুল হোসেন। মুক্তিযোদ্ধার সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বাকে মোহামেডান গোলরক্ষক মোহাম্মদ নেহাল ফেলে দিলে রেফারি পেনাল্টির নির্দেশ দেন।
প্রথমার্ধে ব্যবধান দ্বিগুণ করারও দারুণ একটি সুযোগ পেয়েছিল মুক্তিযোদ্ধা। বিরতির ঠিক পাঁচ মিনিট আগে কামারার ব্যাকপাসে এনামুলের শট সাইডবার ঘেঁষে বাইরে না গেলে গোল হতেও পারত।
বিরতির সাত মিনিট পর মোহামেডান গোল সমতা আনার দারুণ একটি সুযোগ নষ্ট করে। ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজের আচমকা শট মুক্তিযোদ্ধার গোলরক্ষক তিতুমীর চৌধুরী টিটু রুখে দিয়ে দলকে বিপদমুক্ত করেন।
অবশ্য অল্প কিছুক্ষণের মধ্যে মোহামেডান খেলার সমতায় আসে। ৬১ মিনিটে বদলি ফরোয়ার্ড মোবারক হোসেনের বাড়িয়ে দেওয়া বল ধরে গিনির স্ট্রাইকার ইসমাইল বাঙ্গুরা আলতো শটে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে জালে জড়ান।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে আর কোনো গোল না হওয়ায় টাইব্রেকারের সাডেন ডেথে গিয়ে খেলার নিষ্পত্তি হয়।