আবারও বিশাল জয় দক্ষিণ আফ্রিকার
বিশ্বকাপে টানা দুই ম্যাচে দলীয় ৪০০ রান সংগ্রহের অনন্য রেকর্ড গড়ল দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচেই পেল বিশাল ব্যবধানের জয়। ওয়েস্ট ইন্ডিজকে ২৫৭ রানে হারানোর পর আজ মঙ্গলবার আয়ারল্যান্ডের বিপক্ষেও ২০১ রানে জিতেছে প্রোটিয়ারা। জয়ের জন্য ৪১২ রানের দুরূহ লক্ষ্য তাড়া করতে নেমে ৫ ওভার বাকি থাকতেই ২১০ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ডের ইনিংস।
টস জিতে ব্যাট করতে নেমে হাশিম আমলা-ফাফ ডু প্লেসির শতক আর এবি ডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, রিলি রুসোর ঝড়ো ব্যাটিংয়ে মাত্র ৪ উইকেট হারিয়েই ৪১১ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এরপর বল হাতে দারুণভাবে জ্বলে উঠেছিলেন তিন পেসার ডেল স্টেইন, কাইল অ্যাবট ও মর্নে মরকেল। শখের বশে বল করতে এসে অধিনায়ক ডি ভিলিয়ার্সও পেয়েছেন একটি উইকেট।
ক্যানবেরার মানুকা ওভালে তৃতীয় ওভারেই প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কুইনটন ডি কককে আউট করেন জন মুনি। ষষ্ঠ ওভারে কেভিন ও’ব্রায়েনের বলে হাশিম আমলার ক্যাচ ফেলেন এড জয়েস। এই ক্যাচটা মিস না করলে ম্যাচের চেহারা অন্যরকমও হতে পারত। ১০ রানে জীবন পেয়ে আমলা খেলেছেন ওয়ানডের ক্যারিয়ারসেরা ইনিংস। ১২৮ বলে ১৫৯ রানের ইনিংসটি খেলার পথে ১৬টি চার ও চারটি ছয় মেরেছেন আমলা। ডু প্লেসি করেছেন ১০৯ বলে ১০৯ রান। তাঁদের গড়া ২৪৭ রানের জুটিটাই দ্বিতীয় উইকেটে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রানের জুটি। ৩৯তম ওভারে ডু প্লেসি সাজঘরে ফেরার পর আবারও ব্যাটিং ঝড় শুরু করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স। কিন্তু মঙ্গলবার খুব বেশিক্ষণ থাকতে পারেননি উইকেটে। ৯ বলে ২৪ রান করে আউট হয়েছেন অ্যান্ডি ম্যাকব্রাইনের বলে। শেষপর্যায়ে ৩০ বলে ৬১ রানের ঝড়ো ইনিংস খেলেন রুশো। ২৩ বলে ৪৬ রান করে অপরাজিত ছিলেন ডেভিড মিলার।
জবাবে ব্যাট করতে নেমে ৪৮ রান সংগ্রহ করতেই পাঁচটি উইকেট হারায় আয়ারল্যান্ড। ষষ্ঠ উইকেটে ৮১ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়েছিলেন অ্যান্ডি ব্যালবার্নি ও কেভিন ও’ব্রায়েন। কিন্তু তাঁদের বিদায়ের পর আইরিশদের বড় ব্যবধানে হার নিশ্চিতই হয়ে যায়। ৫৮ রান করে মরকেলের শিকার হয়েছেন ব্যালবার্নি। ৪৮ রান এসেছে কেভিন ও’ব্রায়েনের ব্যাট থেকে। শেষপর্যায়ে জর্জ ডকরেলের ২৫ ও ম্যাক্স সরেনসেনের ২২ রানের সুবাদে হারের ব্যবধান কিছুটা কমিয়েছেন আইরিশরা।
দক্ষিণ আফ্রিকার পক্ষে চারটি উইকেট পেয়েছেন অ্যাবট। তিনটি উইকেট পেয়েছেন মরকেল। ডেল স্টেইনের ঝুলিতে গেছে দুটি উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৪১১/৪ (আমলা ১৫৯, ডি কক ১, ডু প্লেসি ১০৯, ডি ভিলিয়ার্স ২৪, মিলার ৪৬*, রুসো ৬১*; ম্যাকব্রাইন ২/৬৩, মুনি ১/৫২, কেভিন ১/৯৫)।
আয়ারল্যান্ড : ৪৫ ওভার ২১০ (পোর্টারফিল্ড ১২, স্টার্লিং ৯, জয়েস ০, নিয়াল ১৪, ব্যালবার্নি ৫৮, উইলসন ০, কেভিন ৪৮, মুনি ৮, ডকরেল ২৫, সোরেনসেন ২২, ম্যাকব্রাইন ২*; অ্যাবট ৪/২১, মরকেল ৩/৩৪, স্টেইন ২/৩৯, ডি ভিলিয়ার্স ১/৭)।
ফল : দক্ষিণ আফ্রিকা ২০১ রানে জয়ী
ম্যাচ সেরা : হাশিম আমলা।