ডালমিয়ার প্রত্যাবর্তনে সৌরভকে ঘিরে গুঞ্জন
২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতির দায়িত্বে ছিলেন জগমোহন ডালমিয়া। সে সময় সৌরভ গাঙ্গুলীর অধিনায়কত্বে দুঃসময় পেছনে ফেলে একটু একটু করে ঘুরে দাঁড়াচ্ছিল ভারতের ক্রিকেট দল। দুজনের সম্পর্ক বরাবরই মধুর। গত সোমবার বিসিসিআই নির্বাচনে জিতে ডালমিয়া দ্বিতীয়বারের মতো বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে তাই ভারতের ক্রিকেটাঙ্গনে গুঞ্জন, ‘সৌরভকে এবার ক্রিকেট প্রশাসনের কোনো গুরুত্বপূর্ণ পদে দেখা যাবে কী?’
ভারতের গণমাধ্যমের ধারণা, ১১ বছর পর বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট বোর্ডের প্রধানের পদে ডালমিয়ার প্রত্যাবর্তন সৌরভকে কোনো বড় ‘পুরস্কার’ এনে দিতে পারে। আইপিএল চেয়ারম্যান, ভারতীয় দলের পরিচালক এমনকি প্রধান কোচের পদেও তাঁকে দেখা যেতে পারে। তবে ভারতের কয়েকটি পত্রিকা লিখেছে, ডালমিয়া সৌরভকে বিসিসিআইর টেকনিক্যাল কমিটির প্রধান হিসেবে পেতে আগ্রহী। বর্তমানে এই দায়িত্বে আছেন জাতীয় দলে সৌরভের দীর্ঘ দিনের সতীর্থ অনিল কুম্বলে।
কুম্বলেকে সরিয়ে এই জায়গা দখল করার কোনো ইচ্ছা অবশ্য সৌরভের নেই। মুম্বাইভিত্তিক ‘মিড ডে’ পত্রিকাকে ভারতের অন্যতম সফল অধিনায়ক বলেছেন, ‘অনিল যেন তার মেয়াদ পূর্ণ করতে পারে সেজন্য আমি মিস্টার ডালমিয়ার সঙ্গে কথা বলব। এখনই তার জায়গায় দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছা নেই আমার। আমি তার সঙ্গে অনেকদিন খেলেছি। সে যেমন একজন সম্মানিত ক্রিকেটার, তেমনি সতীর্থ হিসেবেও অসাধারণ। তাই (টেকনিক্যাল কমিটির প্রধান হওয়ার) প্রস্তাব এলেও আমি তা গ্রহণ করব না।’
আগামী সেপ্টেম্বর পর্যন্ত বিসিসিআইর টেকনিক্যাল কমিটির প্রধান থাকবেন কুম্বলে। তবে এরপর টেকনিক্যাল কমিটির নির্বাচনে জিতে সৌরভকে এই পদে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না!