স্কয়ার ড্রাইভ
পাকিস্তান-অস্ট্রেলিয়ার বড় জয় চাই
আগের ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে দুরবস্থা কাটিয়ে ওঠার ইঙ্গিত দিয়েছে পাকিস্তান। কোয়ার্টার ফাইনালের আশা বাঁচিয়ে রাখতে বুধবার আরব আমিরাতকে হারাতেই হবে তাদের। জয়টা বড় ব্যবধানে হলেই পাকিস্তানের জন্য মঙ্গল। কারণ তাদের নেট রান রেট ভালো না।
এই ম্যাচে পাকিস্তানের সহজ জয় পাওয়ার কথা। তবে ক্রিকেট অনিশ্চয়তার খেলা। এই খেলায় নিশ্চিত করে কিছু বলা কঠিন। আরব আমিরাত এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলে তিনটিতেই হেরে গেলেও জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে দারুণ লড়াই করেছে।
ফিল্ডিং দুর্বল হলেও পাকিস্তানের ব্যাটিং-বোলিং যথেষ্ট ভালো। এই দলের বিপক্ষে আমিরাত তেমন প্রতিরোধ গড়ে তুলতে পারবে বলে মনে হয় না।
অন্য ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়া পরিষ্কারভাবে এগিয়ে থাকবে। নিউজিল্যান্ডের কাছে আগের ম্যাচে শেষ মুহূর্তের নাটকীয়তায় হেরে যাওয়ায় অস্ট্রেলিয়া এখন খোঁচা খাওয়া বাঘের মতো ক্রুদ্ধ। আমার ধারণা, আফগানিস্তানের বিপক্ষে ওই হারের জ্বালা মেটাতে চাইবে তারা।
অস্ট্রেলিয়া এখনো কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেনি। তাই আফগানদের বড় ব্যবধানে হারানোর ওপর তাদের শেষ আটে উত্তরণ অনেকখানি নির্ভর করছে। মনে হয় না দারুণ ছন্দে থাকা অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান তেমন কিছু করতে পারবে।
অবশ্য আগের ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে আফগান খেলোয়াড়দের এখন মানসিকভাবে উজ্জীবিত থাকার কথা। বিশ্বকাপে প্রথম জয়ের প্রেরণা নিশ্চয়ই অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান কাজে লাগাতে চাইবে।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।