স্কয়ার ড্রাইভ
আমলা-ডু প্লেসির অসাধারণ ব্যাটিং
হাশিম আমলা আর ফাফ ডু প্লেসির অসাধারণ ব্যাটিং দেখলাম। দুজনের দুটো দারুণ সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা যে রানের পাহাড় গড়েছে, আয়ারল্যান্ডের পক্ষে তা টপকানো সম্ভব হয়নি। অনুমিতভাবেই বড় ব্যবধানে হেরেছে আইরিশরা।
দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা যে দুর্দান্ত ফর্মে রয়েছে তা আরেকবার প্রমাণিত হলো। টানা দুই ম্যাচে তারা চারশর ওপরে রান করল। ভারতের বিপক্ষে ব্যাটিং-বোলিং দুই বিভাগেই চরম ব্যর্থতার পর তারা দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে। এটা প্রোটিয়াদের জন্য একটা ‘প্লাস পয়েন্ট’।
আগের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে নাস্তানাবুদ করার পর আইরিশদেরও বড় ব্যবধানে হারাল দক্ষিণ আফ্রিকা। আয়ারল্যান্ডের দুই ব্যাটসম্যান অ্যান্ডি ব্যালবার্নি ও কেভিন ও’ব্রায়েন কিছুটা চেষ্টা করেছিল। কিন্তু প্রোটিয়াদের দুর্দান্ত পেস আক্রমণের সামনে বেশি কিছু করতে পারেনি।
লক্ষ্য ২০০ বা ২৫০ রান হলে আয়ারল্যান্ড হয়তো খেলা জমিয়ে তুলতে পারত। কিন্তু দক্ষিণ আফ্রিকার মতো দলের বিপক্ষে এত বড় টার্গেট চেজ করে জেতা যেকোনো দলের জন্যই কঠিন।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশ দলের প্রথম ম্যান অব দ্য ম্যাচও তিনি।