ফুটবলার সাবিনা খাতুনের ‘ইতিহাস’
বাংলাদেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে বিদেশের লিগে খেলতে যাচ্ছেন সাবিনা খাতুন। মালদ্বীপ মহিলা ফুটবল লিগে খেলার সুযোগ পেয়েছেন জাতীয় দলের এই স্ট্রাইকার।
মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়ে মহিলা ফুটবল লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আগামী ১৪ মার্চ থেকে ১৭ এপ্রিল মালদ্বীপ মহিলা ফুটবল লিগে পুলিশ দলের হয়ে সাবিনা খাতুন খেলবেন।’
বুধবার মালদ্বীপের উদ্দেশে রওনা দেবেন জাতীয় দলের এই অন্যতম সেরা স্ট্রাইকার।
বিদেশের লিগে খেলার সুযোগ পেয়ে সাবিনা উচ্ছ্বসিত, ‘ভাবতে খুবই ভালো লাগছে যে দেশের প্রথম মহিলা ফুটবলার হিসেবে আমি বিদেশের লিগে খেলতে যাচ্ছি। আমার স্বপ্ন সত্যি হতে চলেছে। আশা করি সেখানে গিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারব।’
মালদ্বীপে খেলতে যাওয়ার প্রেক্ষাপট জানিয়ে সাবিনা বলেন, ‘পাকিস্তানে গত সাফ চ্যাম্পিয়নশিপ খেলার সময় মালদ্বীপের এক কর্মকর্তা আমার খেলার প্রশংসা করেন। সে সময় তাঁদের দেশে খেলার প্রস্তাবও দেন তিনি। সেই প্রস্তাবে সাড়া দিয়েই মালদ্বীপ লিগে খেলতে যাচ্ছি।’