‘ভুল’ সাংবাদিককে কোহলির গালাগাল!
বিশ্বকাপের শুরু থেকেই সাংবাদিকদের কাছে ঘেঁষতে দিচ্ছে না ভারতীয় দল। আচরণবিধির নিষেধাজ্ঞার কারণে ম্যাচের আগে-পরের বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে হাজির হওয়া ছাড়া গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলছেন না ভারতের ক্রিকেটাররা। এ নিয়ে দেশটির সাংবাদিকদের মধ্যে চাপা ক্ষোভ আছে। সেই ক্ষোভের আগুনে বারুদ ছড়িয়ে, স্বদেশের এক সাংবাদিককে গালমন্দ করেছেন বিরাট কোহলি।
ঘটনাটা মঙ্গলবার দুপুরের। পার্থের মারডক ওভালে অনুশীলন করছিল ‘টিম ইন্ডিয়া’। নেটে ব্যাটিং প্র্যাকটিস শেষ করে হঠাৎ মাঠের এক প্রান্তে চলে যান কোহলি। সেখানে বসে থাকা এক ভারতীয় সাংবাদিককে গালাগাল করতে থাকেন তিনি। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সেই সাংবাদিক কিছুতেই বুঝে উঠতে পারছিলেন না কেন তাঁর ওপর চড়াও হলেন ভারতের সহ-অধিনায়ক। শেষ পর্যন্ত জানা গেছে কোহলি ‘ভুল মানুষে’র ওপর ক্ষোভ ঝেড়েছেন!
তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে লেখালেখি করার কারণে ভারতের এক সাংবাদিকের ওপর বেশ কিছু দিন ধরে ক্ষুব্ধ কোহলি। কিন্তু ভুল করে রাগ ঝেড়েছেন অন্য একজনের ওপর। পরে অবশ্য আরেক সাংবাদিকের মাধ্যমে ক্ষমা চেয়েছেন এই মুহূর্তে ভারতের সেরা ব্যাটসম্যান।
কিন্তু তাতে সন্তুষ্ট হননি কোহলির তোপের মুখে পড়া সেই সাংবাদিক, ‘তাঁকে (কোহলিকে) সবাই বলুন যে তিনি একজন আন্তর্জাতিক খেলোয়াড়। মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয় সেটা তাঁর জানা উচিত। তিনি কিভাবে একজনকে গালাগাল করে সেই মানুষটির মনে আতঙ্ক ছড়িয়ে দিলেন? আরেকটা কথাও বলতে চাই। কোহলি সরাসরি আমার কাছে ক্ষমা চাননি।’
মাঠের বাইরে বিতর্কে জড়ালেও বিশ্বকাপে ব্যাট হাতে দারুণ ছন্দে আছেন কোহলি। তিন ম্যাচে একটি সেঞ্চুরিসহ ১৮৬ রান এসেছে তাঁর ব্যাট থেকে। টানা তিন বিশাল জয়ে ভারতের কোয়ার্টার ফাইনালও প্রায় নিশ্চিত।