ওয়ানডের আট হাজার ‘ক্লাবে’ আফ্রিদি
পাকিস্তানের চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে আট হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন শহীদ আফ্রিদি। তাঁর আগে পাকিস্তানের পক্ষে এই কীর্তি ছিল শুধু ইনজামাম-উল-হক, মোহাম্মদ ইউসুফ ও সাঈদ আনোয়ারের।
বুধবার বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সাত বলে অপরাজিত ২১ রানের ঝড়ো ইনিংস খেলার পথে আট হাজার পূর্ণ করেন আফ্রিদি। একদিক দিয়ে অবশ্য ওয়ানডের সাবেক দ্রুততম সেঞ্চুরিয়ান অনন্য। ‘এইট থাউজ্যান্ড ক্লাবে’র সদস্যদের মধ্যে তাঁর স্ট্রাইক রেট সবচেয়ে ভালো—১১৬.৮৬। ১০৪.৩৩ স্ট্রাইক রেট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন ভারতের বীরেন্দর শেবাগ।
ওয়ানডেতে আফ্রিদি এখন পাকিস্তানের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক। তাঁর রান ৮,০১৯। সামনে আছেন সাঈদ আনোয়ার (৮,৮২৪), ইউসুফ (৯,৫৫৪) ও ইনজামাম (১১,৭০১)।
বোলার আফ্রিদিও দারুণ এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে। আর পাঁচ উইকেট নিলেই ৪০০ উইকেট হয়ে যাবে তাঁর। ওয়ানডেতে এই কৃতিত্ব আছে শুধু আফ্রিদির দুই সাবেক সতীর্থ ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনিস এবং শ্রীলঙ্কার মুত্তিয়া মুরালিধরন ও চামিন্ডা ভাসের।