স্কয়ার ড্রাইভ
‘ছোট’ দলগুলো হতাশ করছে
এবারের বিশ্বকাপে আইসিসির সহযোগী সদস্যদের শুরুটা ভালোই হয়েছিল। কিন্তু যত দিন যাচ্ছে তাদের পারফরম্যান্সও তত খারাপ হচ্ছে। ভবিষ্যতে ১৪ দলের বিশ্বকাপ না-ও হতে পারে। প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে ১০ দলের বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছে আইসিসি। সহযোগী সদস্যদের ব্যর্থতা অব্যাহত থাকলে আইসিসি এমন সিদ্ধান্ত নিতে খুব একটা ভাববে বলে মনে হয় না। ‘ছোট’ দলগুলোর ব্যর্থতা ক্রিকেটের জন্যও ভালো কথা নয়।
অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তানের বোলিং দেখে মনেই হয়নি এটা বিশ্বকাপে খেলতে আসা কোনো দল। প্রতিপক্ষের দুর্বল বোলিং আক্রমণের সুযোগে অস্ট্রেলীয় ব্যাটসম্যানরা রান-উৎসবে মেতে উঠেছে।
অবশ্য অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কৃতিত্বকে খাটো করে দেখার অবকাশ নেই। ডেভিড ওয়ার্নারের অসাধারণ সেঞ্চুরি এবং স্টিভেন স্মিথ ও গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া বিশ্বকাপে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছে।
আসলে প্রতিদ্বন্দ্বিতা না হলে বিশ্বকাপের আমেজ খুঁজে পাওয়া যায় না। অবশ্য অস্ট্রেলিয়ার দুর্দান্ত ব্যাটসম্যানদের বিপক্ষে আফগানিস্তানের বোলারদের ভালো কিছু করা খুব কঠিন। তাই যা হওয়ার কথা ছিল তাই হয়েছে।
পাকিস্তান-আরব আমিরাত ম্যাচও একই রকম ছিল। এই ম্যাচে একদমই লড়তে পারেনি আমিরাত। তারাও পাকিস্তানের রান-পাহাড়ের নিচে চাপা পড়েছে।
পাকিস্তানের জন্য সুখবর, তাদের প্রায় সব ব্যাটসম্যান রান পেয়েছে। তাই বড় ব্যবধানে জিতে নেট রান রেটও ভালো করতে পেরেছে। শেষ আটে খেলার জন্য এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ব্যাটসম্যানদের রানে ফেরা পাকিস্তান দলকে অবশ্যই উজ্জীবিত করবে। তবে মিসবাহর দলকে বোলিং-ফিল্ডিং নিয়ে আরো কাজ করতে হবে। নইলে কঠিন প্রতিপক্ষের সামনে পড়লে সমস্যায় পড়ে যাবে তারা।
মিনহাজুল আবেদীন নান্নু : জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যান অব দ্য ম্যাচ।