আশরাফুলকে ছাড়িয়েও তামিমের আক্ষেপ
প্রথম দুই ম্যাচে ১৯ ও শূন্য রান। সময়টা একদমই ভালো যাচ্ছিল না তামিম ইকবালের। তাই সমালোচনার তীরে বিদ্ধ হতে হচ্ছিল। সব সমালোচনার জবাব দিয়ে বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংসের মালিক এখন তামিম। তবে মোহাম্মদ আশরাফুলকে পেছনে ফেলেও আক্ষেপে পুড়তে হচ্ছে এই বাঁ-হাতি ওপেনারকে। মাত্র পাঁচ রানের জন্য বিশ্বকাপে বাংলাদেশের পক্ষে প্রথম সেঞ্চুরি করতে পারেননি তিনি।
পঞ্চমবারের মতো বিশ্বকাপে অংশ নিলেও এখনো ক্রিকেটের সেরা আসরে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান শতকের দেখা পাননি। এর আগে বিশ্বকাপে বাংলাদেশের সেরা ইনিংস ছিল আশরাফুলের, ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৭ রান। বৃহস্পতিবার নেলসনের স্যাক্সটন ওভালে আশরাফুলকে পেছনে ফেলে ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন তামিম। কিন্তু ৯৫ রান করে এলবিডব্লিউ হয়ে যান পেসার জশ ডেভির বলে।
পাঁচ রানের আফসোস থাকলেও একটা মাইলফলক স্পর্শ করেছেন তামিম। সাকিব আল হাসানের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে ৪০০০ রান করেছেন তিনি।