এনামুলের বিশ্বকাপ শেষ
স্কটল্যান্ডকে হারানোর আনন্দ উদযাপন করতে-করতেই দুঃসংবাদটা পেল বাংলাদেশ দল। ডান কাঁধের চোটের কারণে উদ্বোধনী ব্যাটসম্যান এনামুল হকের বিশ্বকাপ শেষ। তাঁর জায়গায় ইমরুল কায়েসকে অস্ট্রেলিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)।
বিসিবির অন্যতম নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু এ তথ্য জানিয়ে বলেন, ‘ফিল্ডিং করার সময় চোট পাওয়া এনামুলকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই জানা যায় তাঁর ডান কাঁধের হাড় সরে গেছে। তাই তাঁর পক্ষে আর বিশ্বকাপে খেলা সম্ভব নয়। এনামুলের জায়গায় আমরা ইমরুলকে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছি। আজকেই (বৃহস্পতিবার) ইমরুল অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দিতে পারে।’
স্কটল্যান্ডের ইনিংসের ৩১তম ওভারে ব্যথা পান এনামুল। লং লেগে ঝাঁপ দিয়ে একটি চার ঠেকাতে গিয়ে ইনজুরিতে পড়েন তিনি।
বাংলাদেশের পরের ম্যাচ আগামী সোমবার। অ্যাডিলেডে মাশরাফির দলের প্রতিপক্ষ ইংল্যান্ড।