মাশরাফির মুখে ব্যাটসম্যানদের প্রশংসা
এত দিন সংবাদ সম্মেলনে একাই এসেছেন মাশরাফি বিন মুর্তজা। স্কটল্যান্ডকে হারানোর পর বাংলাদেশ অধিনায়কের সঙ্গী হলেন তামিম ইকবাল। তবে সংবাদ সম্মেলন শুরু হলেও দীর্ঘক্ষণ মুখ খোলার সুযোগ পাননি মাশরাফি। সবার প্রশ্ন ধেয়ে যাচ্ছিল তামিমের দিকে। পরে কথা বলার সুযোগ পেয়ে মাশরাফি প্রশংসায় ভাসালেন ব্যাটসম্যানদের।
ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস বাড়িয়ে নেওয়ার উপলক্ষ হিসেবে স্কটল্যান্ড ম্যাচটাকে দেখছিলেন মাশরাফি। বাংলাদেশ অধিনায়কের লক্ষ্যপূরণে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ব্যাটসম্যানরা। তাঁদের দৃঢ়তায় ৩১৯ রানের কঠিন লক্ষ্যে সহজেই পৌঁছে একটা ‘রেকর্ড’ও গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে এটাই বাংলাদেশের সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের কৃতিত্ব।
স্কটল্যান্ডের বিপক্ষে মাত্র ১৪২ রান তাড়া করতে নেমে সাত উইকেট হারিয়েছিল বিশ্বকাপের অন্যতম ফেভারিট নিউজিল্যান্ড। সেখানে বাংলাদেশ জিতেছে ১১ বল হাতে রেখে, ছয় উইকেটে। ম্যাচশেষে তাই ব্যাটসম্যানদের প্রশংসা ঝরে পড়ল মাশরাফির কণ্ঠে, ‘স্কটল্যান্ডকে ২৭০/২৮০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলে আমাদের কাজ অনেক সহজ হতো। তারপরও আমার মনে হয় যে ব্যাটসম্যানরা খুব ভালো করেছে। তামিম, রিয়াদ, সাকিব, মুশফিক এমনকি রুম্মানও (সাব্বির রহমান) রান করেছে। তাই ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে সবাই খুব ভালো অবস্থায় থাকবে। বিশেষ করে ব্যাটসম্যানরা।’
শ্রীলঙ্কার কাছে ৯২ রানের হতাশাজনক হারের পর তীব্র সমালোচনা হয়েছিল বোলিং আর ফিল্ডিং নিয়ে। স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিং ভালো হলেও বোলিং নিয়ে দুশ্চিন্তা কাটেনি বাংলাদেশ দলের। নেলসনের উইকেট ব্যাটিং সহায়ক হলেও সেখানে আরো ভালো করা যেত বলে অভিমত মাশরাফির। সেই সঙ্গে সব ভুল-ত্রুটি শুধরে আগামীতে আরো ভালো করার প্রতিশ্রুতি দিলেন বাংলাদেশের সেরা পেসার, ‘আমাদের বোলারদের আরো ভালো করার সামর্থ্য আছে। আজ আমাদের বোলাররা তেমন ভালো করতে পারেনি। উইকেটও অবশ্য ব্যাটিংয়ের জন্য সহায়ক ছিল। তবে বোলিংয়ের হতাশা কাটিয়ে আমাদের পক্ষে আরো ভালো করা সম্ভব ছিল। বোলিং নিয়ে আমাদের সবার সঙ্গে আলোচনা করতে হবে। উইকেট দেখে কীভাবে বোলিং করলে ভালো হয়, সেটা ঠিক করতে হবে। আশা করছি বোলাররা আগামীতে ঘুরে দাঁড়াবে।’