হকিতে অচলাবস্থা কাটছেই না
মোহামেডানের নেতৃত্বে চারটি ক্লাব হকি ফেডারেশনের বর্তমান কমিটির অধীনে কোনো খেলায় অংশ না নেওয়ার সিদ্ধান্তে অনড়। ওদিকে ফেডারেশন কর্তৃপক্ষ বলছে, যারা আসবে তাদের নিয়েই প্রিমিয়ার হকি লিগ শুরু হবে। দুই পক্ষের অনড় অবস্থানের কারণে হকির অচলাবস্থা দূর হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে না।
এই অবস্থা আরো কত দিন চলবে তা নিয়ে হকি-অঙ্গনে চলছে নানা জল্পনা। গতবার ছয়টি দল অংশ নিয়েছিল হকি লিগে। এবারও কি তাই হবে?
হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ আত্মপক্ষ সমর্থন করলেন এভাবে, ‘আমাদের মধ্যে আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। আমরা তাদের চিঠি দিয়ে, ফোন করে নানাভাবে খেলায় আনতে চেষ্টা করেছি। কিন্তু তারা আসতে না চাইলে আমাদের আর কী করার আছে!’
শেষ পর্যন্ত মোহামেডানসহ চারটি ক্লাব খেলতে রাজি না হলে এবারও ছয়টি ক্লাব নিয়ে লিগ শুরু করতে তিনি দৃঢ়প্রতিজ্ঞ, ‘লিগ কমিটি অচিরেই সভায় বসে লিগ শুরুর তারিখ ঠিক করবে। যারা আসবে তাদের নিয়েই লিগ হবে।’
কোনো দল লিগে অংশ না নিলে অবনমনের হুমকিও দিয়ে রাখলেন খাজা রহমতউল্লাহ, ‘পরপর দুই মৌসুম কোনো দল না খেললে তাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়া হবে। বাইলজ অনুযায়ী দলটির অবনমন হয়ে যাবে।’
মোহামেডান, মেরিনার ইয়াংস, ওয়ারী ও বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের দাবি, হকি ফেডারেশনের বর্তমান কমিটি অবৈধ। তাই এই কমিটির অধীনে তাদের পক্ষে খেলা সম্ভব নয়। গতবারের মতো এবারও লিগ বয়কট করার পক্ষে এই চারটি ক্লাব।
মোহামেডানের পরিচালক ও হকি কমিটির কর্মকর্তা সারোয়ার হোসেন বয়কটের সিদ্ধান্তে অটল, ‘আমরা আগেও বলেছি, এখনো বলছি এই কমিটির অধীনে হকির কোনো কার্যক্রমে অংশ নেব না। এই সিদ্ধান্তে আমরা অনড়।’