কবির ক্রিকেট দর্শন
নেলসনে স্কটিশবধ
এবারের বিশ্বকাপে ক্রিকেটের ভাগ্যদেবী বাংলাদেশের প্রতি কেন জানি বেশ সুপ্রসন্ন বলেই মনে হচ্ছে। তাই তার শুরুটা হয়েছে আফগনিস্তান ও স্কটল্যান্ডের মতো আইসিসির দুই সহযোগী ক্রিকেট দেশের বিরুদ্ধে। মাঝখানে অস্ট্রেলিয়ার সঙ্গে ব্রিসবেনের ম্যাচটি বৈরী আবহাওয়ার কারণে পরিত্যক্ত হলে, না খেলেই চারবারের বিশ্বকাপ জয়ী ও এবারের টপ ফেভারিট অস্ট্রেলিয়ার কাছ থেকে বাংলাদেশ মূল্যবান একটি পয়েন্ট পেয়ে যায়। এখন পর্যন্ত প্রকৃতির বৈরিতার কারণে এভাবে পয়েন্ট ভাগাভাগির খেলা আর একটিও হয়নি। কোনো ম্যাচে প্রয়োগ করতে হয়নি ডাকওয়ার্থ পদ্ধতিও।
বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেটমাঠে শ্রীলঙ্কার সঙ্গে হেরে যাওয়ার পর নিউজিল্যান্ডের নেলসনের ছোট মাঠে স্কটল্যান্ডের সঙ্গে বাংলাদেশ যে জিতবে, সে কথা আমি জোরের সঙ্গেই বলেছিলাম আমার ভিন্ন এক লেখায়।
ওই লেখায় আমি কীভাবে যেন এটাও বলে দিয়েছিলাম যে স্কটল্যান্ডের বিরুদ্ধে ৩০০+ রান করা এবং ৩০০+ রান চেইজ করার মানসিক প্রস্তুতি নিয়েই মাঠে নামতে হবে বাংলাদেশকে।
গতবারের চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ২৯৫ এবং গতবারের রানার আপ শ্রীলঙ্কার বিরুদ্ধে এবার ২৪০ রান করতে পারলে স্কটল্যান্ডের সঙ্গে ৩০০+ রান কেন নয়? কোনো ব্যাপারই না।
ভোরে ঘুম ছেড়ে উঠে টিভি খুলেই যখন দেখলাম, স্কটল্যান্ড ব্যাট করছে, তখনো বুঝিনি যে মাশরাফি টস জিতে প্রতিপক্ষকে ব্যাট করতে পাঠিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে কথা জানলাম। এবং মনে হলো- ইট ইজ এ ভেরি গুড টস টু উইন। রান যে মাঠে সহজলভ্য, সেই মাঠে প্রতিপক্ষের দেওয়া টার্গেট চেইজ করার সিদ্ধান্তই সঠিক।
প্রথম স্পেলেই মাশরাফি স্কটল্যান্ডের ওপেনিং জুটি ভেঙে দিয়ে প্রমাণও করলেন যে এই উইকেটে সুন্দরবনের কিছু মধুরসও জমেছিল বটে।
ধন্যবাদ মাশরাফি ও মাশরাফির পেছনের টিম ম্যানেজমেন্টকে। বাংলাদেশ যদি প্রথমে ব্যাট করে ৩০০+ রানও করত, সেটা উইনিং রান হতো বলে মনে হয় না।
জীবনপণ ফিল্ডিং দিতে গিয়ে এনামুল হক বিজয় ডান হাতে ও কাঁধে ব্যথা পাওয়ার কারণে বাংলাদেশ দল যে ধাক্কাটা খেয়েছিল, সৌম্যর পতনের পরও পাঁচ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত তামিমের দৃঢ়তায় তা কাটিয়ে ওঠা সম্ভব হলো। ধন্যবাদ তামিম, ধন্যবাদ রিয়াদ। ওরা বিজয়ের অভাব বুঝতে দেয়নি। তাই পরবর্তী ব্যাটসম্যান মুশফিক ও সাকিবের ওপর তেমন একটা চাপ পড়েনি। ধন্যবাদ মুশফিক, ধন্যবাদ সাকিব। ধন্যবাদ সাব্বির। ধন্যবাদ তিন উইকেট শিকারি তাসকিনকেও।
সব মিলিয়ে বহুদিন পর রেকর্ড রান তাড়া করে বাংলাদেশের টাইগারদের জন্য একটা জম্পেশ জয় মিলল নেলসনের মাঠে। আমরা আনন্দিত।
কামরাঙ্গীরচর
৪ মার্চ ২০১৫