নাম চান শচীন টেন্ডুলকার
এতদিনে নিশ্চয়ই জেনে গেছেন যে লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে নিয়ে একটি চলচ্চিত্র (ডকু ফিচার) তৈরি করা হচ্ছে। ভারতের টু হান্ড্রেড নট আউট কোম্পানির প্রযোজনায় ছবিটি পরিচালনা করবেন লন্ডনভিত্তিক পরিচালক জেমস আস্কিন। নির্মিতব্য এই ছবির জন্য এখন নাম খোঁজা হচ্ছে।
শচীনকে নিয়ে নির্মিতব্য এই ছবির নাম ঠিক করে দিতে পারেন আপনিও! অবাক হওয়ার কিছু নেই। নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ভক্তদের কাছে ছবির জন্য নাম চেয়ে টুইট করেছেন স্বয়ং লিটল মাস্টার। তাই আপনার পাঠানো কোনো নামও যে চূড়ান্ত হয়ে যাবে না, সে কথা কিন্তু বলা যাচ্ছে না।
মঙ্গলবার টুইট-বার্তায় শচীন বলেছেন, ‘আপনাদের সবাইকে সংযুক্ত করতে পেরে ভালো লাগছে...এই ছবির নাম কী হতে পারে তা আপনারা পরামর্শ দিন।’
পরামর্শ h://Bit.ly/NameMyMovie এই ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।
পরের এক টুইটবার্তায় উচ্ছ্বসিত শচীন বলেন, ‘আমার ছবির জন্য সবচেয়ে আদর্শ নাম যিনি দিতে পারবেন, তাঁর জন্য রয়েছে বিশেষ কিছু। আমি আপনাদের কাছ থেকে পরামর্শ শোনার অপেক্ষায় আছি।’
ছবিতে নাম ভূমিকায় টেন্ডুলকার নিজেই অভিনয় করবেন বলে জানা গেছে। এ ছাড়া এখন পর্যন্ত না দেখা বেশ কিছু দুর্লভ চিত্র ছবিতে থাকবে বলে জানিয়েছেন পরিচালক জেমস।