এশিয়ান কাপের শিরোপা অস্ট্রেলিয়ার
গতবার ফাইনালে উঠলেও শিরোপা জিততে পারেনি। তবে এবার ঘরের মাঠে আক্ষেপে পুড়তে হয়নি অস্ট্রেলিয়াকে। শনিবার ফাইনালে দক্ষিণ কোরিয়াকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপ জয়ের উল্লাসে মেতেছে ‘সকারু’।
সিডনির স্টেডিয়াম অস্ট্রেলিয়ায় বিরতির ঠিক আগে এগিয়ে যায় স্বাগতিক দল। মিডফিল্ডার মাসিমো লুওনগোর অনেক দূর থেকে নেওয়া জোরালো শট শিরোপার পথে এগিয়ে দিচ্ছিল অস্ট্রেলিয়াকে। কিন্তু ইনজুরি সময়ে কোরিয়াকে নাটকীয়ভাবে সমতায় ফেরান সন হিউং মিন, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
৩০ মিনিটের অতিরিক্ত সময়ে অস্ট্রেলীয়দের আর হতাশ হতে হয়নি। ১০৫ মিনিটে কোরিয়ান ডিফেন্সের ভুল কাজে লাগিয়ে স্বাগতিকদের জয়সূচক গোল উপহার দেন বদলি হিসেবে নামা জেমস ট্রইসি।
২০০৬ সালে ওশেনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশনে যোগ দেয় অস্ট্রেলিয়া। পরের বছর প্রথমবার এশিয়ান কাপে অংশ নিয়ে কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে যায় জাপানের কাছে । ২০১১ সালের ফাইনালেও তাদের ‘ঘাতক’ ছিল জাপান। তবে এবার শিরোপা হাতছাড়া করেনি ‘সকারু’।