মৌসুমের প্রথম শিরোপা শেখ জামালের
মৌসুমসূচক টুর্নামন্টে ফেডারেশন কাপের শিরোপা জিতেছে শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। বৃহস্পতিবার ফাইনালে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমের হ্যাটট্রিকে তারা ৬-৪ গোলে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো এই শিরোপা ঘরে তোলে।
গত আসরেও এই টুর্নামেন্টের শিরোপা জিতেছিল শেখ জামাল। সেবার ফাইনালে এই মুক্তিযোদ্ধাকে এক গোলে হারিয়েছিল তারা।
এদিন ফাইনালে অবশ্য বেশ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। ১০ গোলের এই ম্যাচে নির্ধারিত সময় ৪-৪ গোলে সমতা ছিল। পরে অতিরিক্ত সময়ে আরো দুটি গোল করে শেখ জামাল শিরোপা জিতে নেয়।
ম্যাচের শুরুতেই শেখ জামাল এগিয়ে যায়। ছয় মিনিটে মিডফিল্ডার সোহেল রানার ক্রসে নাইজেরীয় স্ট্রাইকার এমেকা ডার্লিংটন চমৎকার হেডে লক্ষ্য ভেদ করেন।
ঠিক দুই মিনিট পর আত্মঘাতী গোলে মুক্তিযোদ্ধা সমতায় ফেরে। মুক্তিযোদ্ধার মিডফিল্ডার ফয়সাল মাহমুদের একটি ক্রসে শেখ জামালের ডিফেন্ডার ইয়ামিন আহমেদ মুন্না বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন বল।
অল্প কিছুক্ষণের মধ্যে শেখ জামাল ব্যবধান দ্বিগুণ করে নেয়। ১৩ মিনিটে ডিফেন্ডার রায়হান হাসানের থ্রো থেকে এমেকার ব্যাকহিলে বল পেয়ে হাইতির ফরোয়ার্ড ওয়েডসন অ্যানসেলমে আলতো টোকায় জালে পাঠান বল।
ম্যাচের ৩০ মিনিটে মুক্তিযোদ্ধা আবার খেলায় সমতা নিয়ে আসে। ফরোয়ার্ড এনামুল হোসেনের থ্রো থেকে বল পেয়ে সেনেগালের ফরোয়ার্ড কামারা সার্বা আলতো শট শেখ জামাল গোলক্ষককে পরাস্ত করেন।
সমতায় ফিরে উজ্জীবিত মুক্তিযোদ্ধা বিরতির আগে আরো দুটি গোল আদায় করে নেয়। দুটি গোলই করেন ফরোয়ার্ড এনামুল। ৩৯ ও ৪১ মিনিটে এই দুটি গোল করে দলের জয়ের সম্ভাবনা জাগিয়ে তোলেন জাতীয় দলের সাবেক এই ফরোয়ার্ড।
বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে ওঠে শেখ জামাল। সুফল পেতেও বেশিক্ষণ সময় লাগেনি। ৬২ ও ৭০ মিনিটে ওয়েডসন দুটি গোল করে শুধু দলকেই সমতায় ফেরাননি, তিনি নিজেও হ্যাটট্রিক পূর্ণ করেন।
পরে নির্ধারিত সময়ে খেলার নিষ্পত্তি না হওয়ায় খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ে আরো দুটি গোল করে শেখ জামাল জয় নিশ্চিত করে। ১০৭ মিনিটে এমেকা এবং ১১৮ মিনিটে রুবেল মিয়া আরো দুটি গোল করে শেখ জামালকে শিরোপা জয়ের উল্লাসে মাতিয়ে তোলেন।